header banner

Jyoti Malhotra : পাকিস্তানে জ্যোতির নিরাপত্তায় বন্দুকধারীরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'জ্যোতি মালহোত্রা' (Jyoti Malhotra) - হরিয়ানার ইউটিউবার এই নামটা এখন সারা ভারতে 'গদ্দার' বলে পরিচিত। ভারতের বহু তথ্য সে পাঠিয়েছে পাকিস্তানে। সম্প্রতি এক স্কটিশ ইউটিউবারের পোস্ট করা ভিডিওতে চাঞ্চল্যকর বিষয়টি উঠে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছ’জন একে-৪৭ নিয়ে পাহারা দিচ্ছেন জ্যোতিকে। এতেই দানা বেঁধেছে রহস্য।

{link}

স্কটিশ নাগরিক কলাম মিলি। ইউটিউবে কলাম অ্যাব্রোড নামে তাঁর একটি চ্যানেল রয়েছে। তিনি গত মার্চ মাসে পাকিস্তানে গিয়েছিলেন। লাহোরের আনারকলি মার্কেটে একটি ভিডিও বানাচ্ছিলেন। হঠাৎই দেখেন ‘নো ফিয়ার’ জ্যাকেট পরে হাতে একে-৪৭ নিয়ে ঘোরাঘুরি করছেন ছ’জন। এরপরেই জ্যোতির সঙ্গে তাঁর আলাপ হয়। ওই ইউটিউবারের কথায়, “পরে বুঝতে পারি ওই ছ’জন বন্দুকধারী মহিলা ইউটিউবারকে পাহারা দিচ্ছিলেন। যদিও বুঝতে পারিনি কেন ওরা মহিলা ইউটিউবারকে পাহারা দিচ্ছিল।” 

{link}

কলাম আরও জানান, জ্যোতি তাঁকে বলেছিল পাকিস্তানের আপ্যায়নে তিনি মুগ্ধ। পাশাপাশি কলামকে জ্যোতি জিজ্ঞাসা করেন, এখনও পর্যন্ত কতবার কলাম পাকিস্তানে এসেছেন। তখনই কলাম জানতে পারেন জ্যোতি ভারতীয় ইউটিউবার। এই ভিডিও প্রকাশ পেতেই দ্রুত ছড়িয়ে পড়ে। এতেই প্রশ্ন উঠছে, ভরা মার্কেটে কেন শুধু জ্যোতির সঙ্গে বন্দুকধারীরা ছিল? কেন তাঁকে এভাবে পাহারা দেওয়া হচ্ছিল পাকিস্তানে? উল্লেখ্য, পাক গুপ্তচরদের সঙ্গে জ্যোতির যোগসাজশের একাধিক তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে। ভারতে পাক হাইকমিশনে কর্মরত দানিশের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতার বিভিন্ন প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা।

{ads}

News Breaking News Jyoti Malhotra সংবাদ

Last Updated :