শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) দিন দিন তালিবানি শাসন জারি হয়ে চলেছে। এবার নতুন ফতোয়া। চলেছে রমজান মাস। রমজান মাস ইসলাম ধর্মে আত্মত্যাগ ও সংযমের মাস। তাই এই মাসে বাংলাদেশে মুসলিম মহিলাদের ঘরের বাইরে বের হওয়া নিষেধ। যদি জরুরী কাজে বের হতে হয়, সেই ক্ষেত্রে মুখ ঢেকে বের হতে হবে। কট্টরপন্থী মুরুব্বিরা সেই সব ফতোয়া জারি করেছে বলে অভিযোগ।
{link}
সূত্রের খবর, রমজানে মহিলাদের বাড়ির বাইরে বের হওয়া নিয়ে জারি করা হয়েছে ফতেয়া। মৌলবাদীদের দাবি, রোজা চলাকালীন মহিলারা বাইরে বের হলে তাঁদের দেখলে পুরুষদের চোখের ‘গুনাহ’ হবে। এদিকে, বাংলাদেশের শিবচর এলাকায় নানাবিধ ফতোয়া জারি করল কট্টরপন্থী মুরুব্বিরা। মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে রমজানের সময় দিনের বেলা কোনও দোকান খোলা যাবে না, কোনও চা-এর দোকানে আড্ডা মারা বা চা খাওয়া যাবে না।
{link}
যদি দেখা যায় কেউ এই আদেশ ভঙ্গ করছে তাহলে আগামী একমাস তাদের দোকান বন্ধ করে দেওয়া হবে। এভাবে ধর্মের নামে ব্যক্তি স্বাধীনতা নষ্ট করছে বলে ইতিমধ্যে দেশের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। কট্টরপন্থীরা মাইকে বলেন যদি এই নির্দেশের অমান্য করা হয়, তাহলে পরিনাম খুবই খারাপ হবে। পরে হুশিয়ারী দিয়ে বলা হয়, এটা দিল্লি নয়, বাংলাদেশ। নিয়ম মেনে চলতেই হবে।
{ads}