header banner

Sheikh Hasina: চোখে জল নিয়ে ভাষণ হাসিনার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শেখ হাসিনা বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে চলে আসার ৬ মাস পূর্ণ হয়েছে । সেই উপলক্ষেই  বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তাঁর এক ভাষণ দেওয়ার কথা। আর তার ঠিক আগেই মুজিবর রহমানের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলো একদল দূরবৃত্ত। পুলিশ ছিল নীরব দর্শক। সেই পরিস্থিতিতে চোখে জল নিয়ে ভাষণ দিলেন হাসিনা (Sheikh Hasina)। 

{link}

হাসিনা এদিন বলেন, "আজকের বাংলাদেশ আবার ধ্বংসের বাংলাদেশ। যারা জঙ্গি, সন্ত্রাসবাদ করছে, আগুন জ্বালাচ্ছে, তাদের বিচার হবে। যারা ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের ধিক্কার জানাও।" বক্তব্যের শেষে ক্ষোভের সঙ্গেই দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন শেখ হাসিনা। তিনি বলেন, "যারা মানুষ হত্যা করে, ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী? নাকি যারা মানুষের কল্যাণ করে, অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করে তারা ফ্যাসিবাদী? কারা স্বৈরাচার?

{link}

আপনাদের কল্যাণের জন্যই উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি বাংলাদেশকে। দেশবাসীই বিচার করবেন।" বক্তব্যের শেষে কেঁদে ফেলেন হাসিনা। বলেন, "যে স্মৃতিটুকু নিয়ে বেঁচে ছিলাম। আজকে সেই স্মৃতিটুকুও ভেঙে ফেলা হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। ওরা ভাঙলে, আবার গড়তে পারব আমরা।"

{ads}

News Breaking News Bangladesh Sheikh Hasina সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article