header banner

China : চিন-পাকিস্তান-বাংলাদেশ জোটের ইঙ্গিত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দক্ষিণ এশিয়ায় নিজের আধিপত্য বজায় রাখতে ও ভারতের ক্ষমতা কমাতে চিন অনেক দিন ধরেই পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছিল। আর হাসিনা সরকারের পতনের পরে সেই হাত ধরতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। ভারতের ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (সিডিএস) জেনারেল অনিল চৌহান সম্প্রতি বড় এক চিন্তার কথা সরাসরি প্রকাশ করেছেন।

{link}

দিল্লিতে এক বেসরকারি অনুষ্ঠানে তিনি কবুল করেছেন– চিন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে-অন্যের কাছাকাছি আসছে। তারা একটি ‘অক্ষ’ তৈরি করতে চলেছে ভবিষ্যতে, যা ভারতের চিন্তার কারণ হয়ে উঠতে পারে। পরিস্থিতির ব্যাখ্যা করে জেনারেল চৌহান বুঝিয়েছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির আর্থিক অবস্থা তেমন একটা ভাল না-হওয়ায় চিন প্রভাব বিস্তারের চেষ্টা অনেক দিন ধরেই করে চলেছে। তার ভাষায়, এটা তাদের ‘ঋণ কূটনীতি’। অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে চিন এই দেশগুলোকে তাদের তাবেদারে আনতে চায়। অনেক দিন থেকেই তারা বিভিন্ন দেশে এই কাজটা করছে। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রবল উপস্থিতির দরুন কখনও কখনও বাধা পেয়েছে। ঋণের ফাঁদে পড়ে বহু দেশের হাঁসফাঁস হাল অনেক দেশকে সতর্কও করে দিয়েছে।

{link}

দক্ষিণ এশিয়ার প্রতিবেশীরা ভারতের চাপ ও প্রভাব কখনও পুরোপুরি অগ্রাহ্য করতে পারেনি। ভারতের কূটনীতি এবং ওই সব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অনেক ক্ষেত্রে চিনকে সেভাবে ডানা মেলতে দেয়নি। ইদানীং সেই ছবি অনেকটাই পাল্টে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশে। জুন মাসের ৯ তারিখে কুনমিংয়ে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে চিনা কর্তৃপক্ষের বৈঠকের পর এই মুহূর্তের জোর চর্চা, ‘সাউথ চায়না অ্যালায়েন্স’ বা ‘সাকা’ নামে চিন একটা নতুন জোট তৈরি করতে চাইছে। সেই জোটে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানকেও শামিল করার চেষ্টা চলছে। সবকিছু ঠিকঠাক এগলে আগস্টে ইসলামাবাদে ‘সাকা’-র প্রথম বৈঠক হতে পারে।

{ads}

 

News Breaking News Bangladesh সংবাদ

Last Updated :