header banner

Malaysia : গ্যাসের পাইপ ফেটে ভয়াবহ দুর্ঘটনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বহু মানুষের মৃত্যুর সম্ভাবনা। গ্যাসের পাইপ ফেটে এমন ভয়াবহ দুর্ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি। বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হলেন ১৪৫ জন মানুষ। এই দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আগুনের প্রায় ২০ তলা ভবনের সমান উঁচুতে ওঠে।

{link}

দুর্ঘটনার জেরে ১৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে মালয়েশিয়ার (Malaysia) কুয়ালালামপুরের (Kuala Lumpur) কাছে। এখানকার খনিজ তেল উৎপাদনকারী সংস্থা পেট্রোনাসের তরফে জানানো হয়েছে, গ্যাস পাইপলাইন ফেটে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

{link}

সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনার জেরে তিন শিশু-দহ ১৪৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর ওই অঞ্চলের ৩০০ মিটারের মধ্যে থাকা বাড়িতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আহতদের সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনয়ার ইব্রাহিম (Anwar Ibrahim)। সরকারের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সরকারের তরফে সারানো হবে। তবে কী কারণে, কার গাফিলতির জেরে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে প্রশাসন।

{ads}

News Breaking News Malaysia Kuala Lumpur gas pipe burst accident সংবাদ

Last Updated :