header banner

ভারতে কীভাবে তালিবানি শাসন চালাতে পারেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী? ক্ষোভে ফুঁসছে দেশ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে। শুক্রবার তিনি সংলাদিক সম্মেলন করেন আর তাতে স্পষ্ট নির্দেশ দেন 'মহিলা নিষিদ্ধ'। এই কারণেই ক্ষোভে ফেটে পড়েছেন দেশের বিরোধী দলগুলো। সমালোচনার মুখে পড়ে সরকার শনিবার স্পষ্ট করে জানিয়েছে যে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে তাদের কোনও ভূমিকা ছিল না। সরকারি সূত্র জানিয়েছে, গতকাল দিল্লিতে আফগান বিদেশমন্ত্রীর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের কোনও ভূমিকা ছিল না।আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে রয়েছেন। শুক্রবার তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তার পরে একটি সাংবাদিক বৈঠক করেন। তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের নিষেধাজ্ঞার উপর সাংবাদিক এবং অন্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। 

{link}

অনেকেই মনে করছেন, সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের অনুপস্থিতি আফগানিস্তানে মহিলাদের দুর্দশার চিত্রই তুলে ধরে।আফগানিস্তানে নারীদের দুর্দশা, বিশেষ করে ২০২১ সালের অগাস্টে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে অত্যন্ত ভয়াবহ। তালিবান নারী অধিকারের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যাকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলি লিঙ্গ বর্ণবাদ হিসাবে চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী X-তে পোস্ট করেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, ভারত সফরে আসা তালিবান প্রতিনিধির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার বিষয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন।' এই বিষয়টিকে ঘিরে বর্তমানে কার্যত উত্তপ্ত কেন্দ্রীয় স্তরের রাজনীতি। 

{ads}

India Afghanistan India Afghanistan Relation Woman Journalist Journalist News Bengali News India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article