header banner

ISRO: বছরের প্রথম মহাকাশ অভিযানেই ধাক্কা! ব্যর্থ পিএসএলভি-সি৬২ মিশন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতীয় আকাশ গবেষণা কেন্দ্র 'ইসরোর' ঝুড়িতে ব্যর্থতা থেকে অবশ্য সাফল্যই বেশি। কিন্তু বছরের শুরুতে নেমে আসলো অনেকটা ব্যর্থতা। বছরের প্রথম মহাকাশ অভিযানেই ধাক্কা। ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয়ে গেল যান্ত্রিক ত্রুটির কারণে। জানা গিয়েছে, পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও, তৃতীয় স্তরে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ১৬টি স্যাটেলাইটই হারিয়ে যায়। আজ, সোমবার (১২ জানুয়ারি) সকালে ১০টা ১৭ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি-ডিএল রকেটের। ২৬০ টনের PSLV-C62-তে মোট ১৫টি স্যাটেলাইট ছিল। রকেট সফলভাবে মহাকাশের দিকে রওনা দেয়, দ্বিতীয় ধাপে রকেট থেকে আলাদাও হয়ে যায়। তবে তৃতীয় ধাপে ইগনিশনের সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর থেকে আর কোনও টেলিমেট্রি আপডেট পাওয়া যায়নি।

{link}

  জানা যায় যে ১৫টি স্যাটেলাইটের মধ্যে ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ অন্বেষাও ছিল, যা শত্রুদের উপরে নজরদারি করতে সাহায্য করত। এটি তার নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে, অন্য কক্ষপথে চলে গিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হল ইসরোর PSLV-C61 উৎক্ষেপণ। ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন জানিয়েছেন যে তথ্য পর্যালোচনা করা হচ্ছে। শীঘ্রই এই বিষয়ে আপডেট দেওয়া হবে। তিনি স্পষ্টভাবে জানাননি যে এই মিশন সফল হয়েছে নাকি ব্যর্থ। ব্যর্থ হলেও তাতে ভেঙে পড়ার কিছু নেই। পরের চেষ্টায় নিশ্চই সাফল্য আসবে।

{ads}

ISRO Mission ISRO News Space Mission Bengali News Indian Space Research News Today ISRO Update মহাকাশ অভিযান ইসরো মিশন মহাকাশ গবেষণা

Last Updated :

Related Article

Latest Article