header banner

Imran Khan : জেলজীবন নিয়ে রাষ্ট্রসংঘে আবেদন ইমরানের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী  ইমরান খানেরv (Imran Khan) জেল জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তিনি জেল জীবন নিয়ে শঙ্কিত। দেশে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে কোনও ফল হয়নি। এই অবস্থায় জেলের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাষ্ট্রসংঘে আবেদন জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

{link}

তাঁর আইনজীবীদের দল রাষ্ট্রসংঘের নির্যাতন সংক্রান্ত প্রতিনিধির কাছে এই আবেদন জমা দিয়েছেন। পাক সংবাদমাধ্যম জিও টিভি সূত্রে জানা গিয়েছে, ইমরান খানের তরফে রাষ্ট্রসংঘের কাছে জানানো হয়েছে, পাকিস্তানের জেলে তাঁর সঙ্গে ভয়ংকরভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নির্জন কারাগারে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

{link}

চিকিৎসা পরিষেবা তো দূর, নিম্নমানের খাবার খেতে দেওয়া হচ্ছে। কোনও আইনি পরামর্শের সুযোগটুকু দেওয়া হচ্ছে না, পরিবারের সঙ্গেও দেখা করার সুযোগ নেই। ইমরানের রাজনৈতিক দলের অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে জেলে যা ঘটছে তা আন্তর্জাতিক মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। ফলে পাক সরকারের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ যেন পদক্ষেপ করে।

{ads}

News Breaking News Pakistan Imran Khan সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article