শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শুরু হয়ে গেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman ) অষ্টমবারের বাজেট পেশ। তাঁর কথা থেকে যে বিষয়গুলো এখন পর্যন্ত উঠে এসেছে -* জেলাভিত্তিক প্রোগ্রাম হবে রাজ্যের সঙ্গে পার্টনারশিপে। উপকৃত হবেন ১ কোটি ৭০ লক্ষ কৃষক।
* ডাল উৎপাদনে ৬ বছরের মধ্যে আত্মনির্ভর হবে ভারত। পরিযায়ী হিসেবে কোথাও গিয়ে যাতে কাজ করতে না হয়, তার জন্য গ্রামাঞ্চলে উন্নতির বার্তা নির্মলার।
{link}
* বিহারে তৈরি হবে মাখানা বোর্ড।
* দেশেই উৎপাদন হবে ভোজ্য তেল।
{link}
* সি ফুড রফতানিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র।
* তুলো উৎপাদনের ক্ষেত্রে ৫ বছরের বিশেষ পরিকল্পনা।
* কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সর্বোচ্চসীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হল।
* ইউরিয়া প্লান্ট তৈরি করা হবে।
{ads}