header banner

Texas : টেক্সাসে লাগাতার বৃষ্টিতে বিপর্যয়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে টেক্সাসর বিস্তীর্ণ অঞ্চলে। জল জমেছে প্রচুর। কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ ২৫ জন পড়ুয়া। বন্যাকবলিত এলাকা থেকে ইতিমধ্যেই সরানো হচ্ছে বাসিন্দাদের। এই দুর্যোগ দেখে আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump)।

{link}

জানা গিয়েছে, আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। জানা গিয়েছে, আমেরিকার টেক্সাসের (Texas) দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এনিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্য়া ধ্বংসাত্মক রূপ নেয়।

{link}

স্থানীয়রা বলছেন, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনও সতর্কতা পাননি তাঁরা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর জল বিপদসীমার উপরে চলে যায়। এখনও পর্যন্ত ২৩৭ জন স্থানীয়কে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুদের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে। টেক্সাসের গভর্নর আরও জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার নামানো হয়েছে। রয়েছে ১২টি ড্রোনও।

{ads}

News Breaking News Donald Trump Texas সংবাদ

Last Updated :