header banner

Indian Envoy : আমেরিকাকে কড়া বার্তা ভারতের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমেরিকার শুল্কনীতিকে উপেক্ষা করে এবার সরাসরি প্রতিবাদের পথে ভারত (India)। আর মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে প্রতিবাদ। আমেরিকার (US) সঙ্গে ঠোকাঠুকির মাঝেই একথা স্পষ্ট করে দিলেন রাশিয়ায় (Russia) নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। তাঁর স্পষ্ট বার্তা, বিশ্ব বাজারে যেখানে সবচেয়ে কম দামে তেল মিলবে সেখান থেকেই কিনবে ভারতীয় সংস্থাগুলি।

{link}

সম্প্রতি রুশ সংবাদ সংস্থা ‘তাশ’-কে দেওয়া সাক্ষাৎকারে বিনয় বলেন, “ভারত নিজের দেশের জনগণের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না। এই বিষয়ে ভারত সরকারের নীতি অত্যন্ত স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের তরফে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হলেও জনগণের ক্ষতি হয়, এ রাস্তায় কোনওভাবেই হাঁটবে না সরকার। এক্ষেত্রে দেশের স্বার্থই সর্বাগ্রে।”এই বিষয়ে তিনি আরো বলেন, "রাশিয়ার তেল কেনার জন্য আমেরিকার তরফে যে বাড়তি শুল্ক চাপানো হয়েছে তা সম্পূর্ণ অনুচিত ও অন্যায়। রাষ্ট্রের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোনও সিদ্ধান্ত ভারত কোনওভাবেই নেবে না।”

{link}

আমেরিকার উদ্দেশে ভারতীয় রাষ্ট্রদূত (Indian Envoy) জানান, বিশ্বের যে কোনও বাণিজ্য সঠিক চুক্তি ও অর্থনইতিক অবস্থার উপর ভিত্তি করে হয়ে থাকে। এক্ষেত্রে যেটা করা উচিত ঠিক সেটাই করছে ভারত। ভারতীয় তেল সংস্থাগুলি যেখানে সস্তা পাচ্ছে সেখান থেকে কেনাকাটা চালিয়ে যাবে। এই অবস্থায় মার্কিন শুল্ককে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বলে তোপ দাগেন তিনি। বলেন, চিন, ইউরোপ এমনকি আমেরিকা নিজেই রাশিয়ার সাথে বাণিজ্য করছে। সেখানে ভারতের উপর শুল্ক চাপানো আমেরিকার দ্বিচারিতা বলে তোপ দেগেছেন তিনি।

{ads}

 

News Breaking news India Russia Indian Envoy সংবাদ

Last Updated :