header banner

Muhammad Yunus : ভারতের কড়া বার্তা ঢাকা সরকারকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কয়েকদিন ধরেই চলছিল বিতর্ক। উপেন্দ্রকিশোর রায়ের (Upendrakishore Ray Chowdhury) বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে চেয়েছিল ইউনুস (Muhammad Yunus) সরকার। কিন্তু মুহূর্তে প্রতিবাদে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও ভারত সরকার। ময়মনসিংহের হরিকিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি।

{link}

এটি সত্যজিৎ রায়ের ঠাকুরদা তথা সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি।  এই বাড়িটি বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ভবন হিসেবে ব্যবহৃত হত। ২০২৩ সালে এই বাড়ি সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকার বদল হতেই বদলে গেল চিন্তাভাবনাও। সংস্কার তো দূর, উল্টে ইউনূস সরকার এই বাড়িটি ভাঙার কাজ শুরু করে। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে বাংলার সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই বাড়ি। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেন এই বাড়িটি সংরক্ষণের জন্য। এরপর কেন্দ্রীয় সরকারও বাংলাদেশকে কড়া বার্তা পাঠায়।

{link}

বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বাড়ি ভাঙার খবরে দুঃখ প্রকাশ করে বলা হয় যে এই বাড়িটিকে না ভেঙে যেন সংস্কার ও পুনর্নির্মাণের কথা ভাবা হয়। ভারত সরকার সংস্কারের কাছে সহযোগিতা করারও প্রস্তাব দেয়। প্রসঙ্গত, শতাব্দী প্রাচীন এই বাড়িটির এক তৃতীয়াংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। তবে নিন্দার মুখে পড়তেই তড়িঘড়ি বুধবার বাড়ি ভাঙার কাজ স্থগিত করে দেওয়া হয় জেলা প্রশাসনের নির্দেশে।

{ads}

 

News Breaking Das Muhammad Yunus Upendrakishore Ray Chowdhury সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article