header banner

INDIA Alliance: বিজেপিকে হারাতে পারবে না ইন্ডিয়া জোট! দেখুন কি বলছে সমীক্ষা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আসছে বছরেই লোকসভা নির্বাচন। বিজেপিকে সিংহাসনচ্যুত করতে একত্রে ইন্ডিয়া জোট করেছেন বিরোধীরা। কিন্তু আদৌ কি তারা বিজেপি কে ক্ষমতাচ্যুত করতে পারবে? একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-ই ক্ষমতায় ফিরছে, সেই সম্ভাবনা প্রকাশিত হয়েছে একাধিক সমীক্ষায়। এবার সংখ্যাতত্ত্বের হিসেবেও জানা গিয়েছে এনডিএকে সিংহাসনচ্যুত করা ইন্ডিয়ার কম্ম নয়। কিন্তু কেন?

প্রসঙ্গত, বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছে বিজেপি বিরোধী ২৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার এই জোটের তৃতীয় বৈঠকটি হয়ে গেল মুম্বইয়ে। সেই সময়ই প্রকাশ্যে এল অঙ্কের হিসেব। ২০১৯ সালের নির্বাচনের ফল বিশ্লেষণ করেই জানা গেল, কেন্দ্রে ফের ক্ষমতায় আসার সম্ভাবনা এনডিএ-র ই বেশি। উনিশের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ৩৮.৫ শতাংশ ভোট। উল্টো দিকে ইন্ডিয়ার (তখন অবশ্য ইন্ডিয়া নাম ছিল না) প্রাপ্ত ভোট শতাংশের হিসেবে ৩৮। সেবার ইন্ডিয়া পেয়েছিল ১৫৮টি আসন। এনডিএ পেয়েছিল ২২৪টি আসন। শতাংশের হিসেবে ৫০। ভোট বিশেষজ্ঞদের একাংশের দাবি, বিজেপি বিরোধী সব দলগুলির ভোট ইন্ডিয়ার ঝুলিতে পড়লে এনডিএকে জোর লড়াই দেবে ইন্ডিয়া। তাঁদের মতে, ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই হলে ভোট কাটাকুটির খেলায় এতদিন বেরিয়ে যেতেন এনডিএ প্রার্থী। এবার লড়াই হবে মুখোমুখি। একদিকে এনডিএ প্রার্থী। অন্যদিকে থাকবেন ইন্ডিয়ার প্রার্থী। সেই কারণেই তাঁরা এনডিএ নয়, এগিয়ে রাখছেন ইন্ডিয়াকে।

{link}
ইক্যুইটি ব্রোকার আইআইএফএল সিকিউরিটিজ অবশ্য জানিয়েছে, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এরকম হতে পারে ১৭টি আসনে। তা হলেও, এনডিএ পাবে অন্তত ম্যাজিক ফিগার ২৭২টি আসন। এদের মতে, যদি ২ শতাংশ ভোটও স্যুইং করে ইন্ডিয়ার ঝুলিতে যায়, তাহলেও এনডিএ পারে ২৮৫টির মতো আসন। চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে যদি এনডিএর ফল খারাপ হয়, তার একটা প্রভাব অবশ্য পড়বে লোকসভা নির্বাচনে। আইআইএফএলের রিপোর্টে বলা হয়েছে, ছত্তিশগড়ে কংগ্রেস ফিরতে পারে। তবে রাজস্থানের ক্ষমতার রাশ কংগ্রেসের হাত থেকে যেতে পারে বিজেপির হাতে। প্রসঙ্গত, সি-ভোটার এবং ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা বলছে, লোকসভা নির্বাচনে এনডিএ জয়ী হবে যথাক্রমে ৩০৬ ও ৩১৮টি আসনে। 
{ads}

news INDIA Alliance BJP INDIA Loksabha Election India সংবাদ

Last Updated :