header banner

Donald Trump : আমেরিকান দ্রব্যের উপর শুল্ক কমাতে রাজি ভারত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো না হলেও ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছে, আমেরিকান দ্রব্যের উপর ভারত শুল্ক কমাতে রাজি হয়েছে। শুল্ক ইস্যুতে ভারত এবং আমেরিকা সম্পর্ক কার্যত নয়া মোড় নিয়েছে। আগামী ১লা এপ্রিল থেকে ভারতের বিরুদ্ধে পারস্পরিক কর বসানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। যা রীতিমত ভারতকে চাপের মুখে ফেলে দেয়।

{link}

আর এরপরেই ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভারত শুল্ক কমানোর ক্ষেত্রে রাজি হয়েছে। যদিও সরকারি ভাবে ভারতের তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। ট্রাম্প জানায়, ভারত আমাদের থেকে অনেক বেশি শুল্ক নেয়। আর এই 'হাই ট্যারিফে'র কারণে ভারতে কিছু বিক্রি করাটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে। যদিও ভারত অবশেষে শুল্ক কমানোর ক্ষেত্রে রাজি হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, অবশেষে ট্যারিফ কমানোর সিদ্ধান্ত ভারতের সঙ্গে ব্যবসা মজবুত হবে।

{link}

এই বিষয়ে ভারতের তরফে এখনও কিছু না বলা হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (BTA) র উপর জোর দিচ্ছে মোদী সরকার। গত কয়েকদিন আগেই ভারতের উপরেও শুল্ক বসানোর কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, "ভারত আমাদের ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। আমেরিকার প্রতি এই আচরণ অন্যায়। ২ এপ্রিল থেকে পারস্পারিক শুল্ক কার্যকর হবে। ওরা আমাদের থেকে যা শুল্ক নেয়, সেই পরিমাণ শুল্কই আমরা চাপাব।"

{ads}

News Breaking News Donald Trump America India সংবাদ

Last Updated :