header banner

India news: ৯০০ জন সেনার জীবন ঝুঁকি নিতে পারবে না ভারত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইসরাইলের আগ্রাসন ক্রমাগত বেড়েই চলেছে। গাজা, ইরান, লেবানান সর্বত্র ইসরাইলের সেনা বাহিনী আক্রমন করছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দক্ষিণ লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী তথা ইউনিফিল মোতায়েন রয়েছে। এর মধ্যে অন্তত ৯০০ ভারতীয় জওয়ানও রয়েছেন। ইজরায়েলি ফৌজ বার বার হামলা চালানোর পরও সেই বাহিনী সরাতে নারাজ রাষ্ট্রসংঘ। ফলে বাড়ছে উদ্বেগ। লেবানন-ইজরায়েল সীমান্তে ১২০ কিমি এলাকায় অবস্থান করছে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী।

{link}

ইজরায়েলি সেনা ইতিমধ্যেই ইউনিফিলের সদর দপ্তরে হামলা করেছে। আর এর পরই সেখানে মোতায়েন ভারতীয় জওয়ানদের নিয়ে নয়াদিল্লির উদ্বেগ আরও বেড়েছে। ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের কাছে স্পষ্ট জানানো হয়েছে, কোনোভাবেই ভারত ওই ৯০০ জন সেনার জীবন ঝুঁকির মধ্যে নিয়ে যেতে পারে না।সেখানে আটকে থাকা ভারতীয় সেনা অফিসার ও জওয়ানদের উদ্ধার করতে পরিকল্পনা করছে কেন্দ্র। প্রসঙ্গত, ইরান মদতপুষ্ট হেজবোল্লাকে নিকেশ করতে লেবাননে হামলার ঝাঁজ ক্রমেই বাড়াচ্ছে ইজরায়েল।

{link}

হেজবোল্লার ঘাঁটি হিসেবে পরিচিত লেবাননের রাজধানী বেইরুট, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলগুলি। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মূলত এই অঞ্চলগুলিতেই হামলা করে ইজরায়েল। যেভাবে গাজায় একের পর এক হামাস নেতাকে খতম করেছে ইজরায়েল ঠিক সেভাবেই অভিযান চলছে লেবাননে। ফলে খুবই ঝুঁকির মধ্যে আছে ৯০০ ভারতীয় সেনা।

{ads}

news breaking news gaza iran Indian solider India world war সংবাদ

Last Updated :