header banner

Bangladesh Unrest: বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ! চট্টগ্রামের ভিসা কেন্দ্র বন্ধ করল ভারত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জ্বলছে বাংলাদেশ। হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকেই অশান্তির আগুনে পুড়তে থাকে বাংলাদেশ। ‘হাসিনা ফেরাও’ ধুয়ো তুলে প্রগতিশীল সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে। জনতার রোষ থেকে রেহাই পায়নি ভারতীয় দূতাবাস, আওয়ামি লিগের দপ্তর। ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে আগুন ধরানো হয়। চলে ভাঙচুরও। অন্যদিকে, অশান্তির আশঙ্কায় সিলেটের ভারতীয় উপদূতাবাস এবং ভিসাকেন্দ্রে নিরাপত্তা আঁটসাঁট করেছে মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, “বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে তৃতীয় কোনও পক্ষ যাতে নতুন করে আশান্তি ছড়াতে না পারে, সেকারণেই  ভারতীয় উপদূতাবাস এবং ভিসাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা  হয়েছে।”

{link}

চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশানার জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার জেরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সেই কারণেই রবিবার থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা কেন্দ্রের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। এই মর্মে ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।'

{ads}

Bangladesh News Bengali News Bangladesh News Live Bangladesh Breaking Hadi Death India Bangladesh Relation সংবাদ বাংলাদেশ বাংলাদেশ বিক্ষোভ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article