শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শুক্রবার রাতে পাকিস্তান মুহুর্মুহু ড্রোন ও মিশাইল হামলা চালানোর চেষ্টা করে। ভারতীয় সেনা সব চেষ্টা ব্যর্থ করে দেয়।জম্মুর কাছে এক বড় অভিযানে পাকিস্তানের একটি ফ্রন্টলাইন পোস্ট এবং জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী।
{link}
সূত্রের খবর, এটি সেই একই এলাকা যেখান থেকে টিউব লঞ্চ ড্রোনের মাধ্যমে ভারতের উপর আক্রমণ চালানো হচ্ছিল। সেনাবাহিনী যে জায়গাগুলিতে আক্রমণ করেছে, তার মধ্যে সেই উৎক্ষেপণ স্থানটিও রয়েছে যেখান থেকে ড্রোন পাঠানো হচ্ছিল। গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই অভিযান চালানো হয়েছিল।
{link}
শুক্রবার রাতেও পাকিস্তানের পক্ষ থেকে ২৬টি শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হয়। তবে, ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ড্রোন এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলি পরাজিত হয়। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রও আকাশে গুলি করে নামানো হয়েছিল। ভারতীয় সেনার তরফে এবার বড় সাফল্য। উড়িয়ে দেওয়া হল পাকিস্তানের ড্রোন লঞ্চপ্যাডের অনেকগুলি।
{ads}