শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারত (India) চিরকাল শান্তির বার্তা বিশ্বের কাছে দিয়ে এসেছে। ভারত মনে করে যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান করতে পারে না। মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাত চরমে পৌঁছেছে। পক্ষে ও বিপক্ষে পার্শবর্তী দেশগুলিতেও যুদ্ধের মেঘ ঘনাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
{link}
তেমন হলে গোটা বিশ্বের আর্থসামাজিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। এই অবস্থায় ইজরায়েল-ইরান (Israel-Iran) যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন ভারত, মঙ্গলবার জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S. Jaishankar)।বর্তমানে মার্কিন সফরে ওয়াশিংটনে (Washington) রয়েছেন জয়শংকর। সেখানে এক আলাপচারিতায় তিনি বলেন, “কঠিন সময়ে পারস্পরিক যোগাযোগ তথা সম্পর্কের গুরুত্বকে ছোট করা যাবে না।
{link}
যদি কিছু বলার থাকে, যদি কোনও ভাবে কাজে আসি আমরা, তবে সেটা করব।” তিনি স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন ভারত এই যুদ্ধ বন্ধ করার জন্য বড়ো ভূমিকা নিতে চলেছে। তিনি স্পষ্ট করে বলেন, এই যুদ্ধে বার বার করে মানবতার নষ্ট হচ্ছে। যুদ্ধ কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। ভারত এই দুই পক্ষের মধ্যে শান্তির উদ্যোগ নেবে বলেই জানালেন জয়শঙ্কর।
{ads}