শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: যুদ্ধ উন্মত্ত পৃথিবীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রাখলেও, ভারতের এই উত্থান এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন অধ্যায় সূচনা করেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষার আঙিনায় এক ঐতিহাসিক পরিবর্তন নিয়ে এসেছে। বিশ্ব সামরিক শক্তির মানচিত্রে চিনকে পেছনে ফেলে ভারতের নাম উঠে এসেছে বিশ্বের তৃতীয় শক্তিশালী বায়ুসেনা হিসেবে। দীর্ঘদিন ধরে বায়ু শক্তির দৌড়ে এগিয়ে থাকা চিন এবার নেমে এসেছে চতুর্থ স্থানে। সাম্প্রতিক ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলেটারি এয়ারক্রাফট এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের ১০৩টি দেশের ১২৯টি বিমান শাখা নিয়ে মোট ৪৮,০৮২টি বিমান বিশ্লেষণ করা হয়েছে।
{link}
আধুনিক যুদ্ধে আকাশ দখল মানেই কৌশলগত প্রাধান্য। যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সর্বাধিক শক্তিশালী বায়ুসেনা হিসেবে শীর্ষে যার সামর্থ্য রাশিয়া, চিন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানের সম্মিলিত শক্তিকেও ছাপিয়ে যায়। বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় ৪০ শতাংশই একা আমেরিকার দখলে। এদিকে, ভারত ও চিন উভয়েই দ্রুতগতিতে আধুনিকীকরণের পথে এগোচ্ছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা জেনস জানিয়েছে, এ বছর বৈশ্বিক প্রতিরক্ষা খরচ ৩.৬ শতাংশ বাড়তে পারে, যা ছুঁতে পারে প্রায় ২.৫৬ ট্রিলিয়ন ডলার। এই প্রবৃদ্ধি আধুনিক যুদ্ধক্ষেত্রে বায়ুশক্তির বাড়তি গুরুত্বকেই ইঙ্গিত করে।
{ads}