শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সংকট ভেনেজুয়েলা ও আমেরিকার মধ্যেকার অবস্থা। এই মুহূর্তে লুক্সেমবার্গ -এ আছেন জয়শঙ্কর। সেখান থেকে এক বার্তায় তিনি বলেন, ”আমরা ইতিমধ্যেই এই নিয়ে বিবৃতি দিয়েছি। আমি আপনাদের সেটা দেখার অনুরোধ করব। যদি আমি বিবৃতিটি সংক্ষেপে বলি তা হল, আমরা এই ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বিগ্ন, কিন্তু আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করব যেন তারা আলোচনায় বসে এমন একটি অবস্থানে পৌঁছায় যা ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার জন্য হিতকর। দিনের শেষে, এটাই আমাদের প্রধান উদ্বেগ।”এর থেকেই এই বিষয়ে ভারতে অবস্থা খুবই স্পষ্ট হয়ে গেছে।
{link}
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চাপানউতোরের পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমা হামলা চালিয়েছিল আমেরিকা। সেই সময়ই বন্দি করা হয় সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে। ভেনেজুয়েলার অভিযোগ, এই হামলা আসলে মার্কিন আগ্রাসনের একটি ঘৃণ্য উদাহরণ। এদের উদ্দেশ্য শুধুমাত্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। মাদুরোকে নিজেদের হেফাজতে নেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভেনেজুয়েলার শাসনভার এখন থেকে আমেরিকাই সামলাবে। যদিও সেই বার্তা শুধরে মার্কিন বিদেশ সচিব পরে বলেন, ভেনেজুয়েলা দখল করতে চায় না আমেরিকা। শাসনব্যবস্থাকে নিয়ন্ত্রণ নয়, চায় সেখানকার তেলের ট্যাঙ্কারের উপর নিয়ন্ত্রণ।
{ads}