শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে শক্তি বৃদ্ধি করতে তৎপর চিন পাকিস্তান বাংলাদেশ - যা মোটেই ভালো চোখে দেখছে না ভারত ও আমেরিকা (India and America)। ভূকৌশলগত ক্ষেত্রে ভারত আমেরিকার অত্য়ন্ত গুরুত্বপূর্ণ সঙ্গী। বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিন আগেই এই কথা ঘোষণা করলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট।
{link}
উল্লেখ্য, সোমবারই জানা গিয়েছে, সম্ভবত একটি জোট গড়ার দিকে এগোচ্ছে চিন-পাকিস্তান-বাংলাদেশ (China-Pakistan-Bangladesh)। সেটা হলে স্বভাবতই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভারত এবং আমেরিকার সমস্যা বাড়বে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন হোয়াইট হাউসের প্রেস সচিব। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের প্রভাব বিস্তার প্রসঙ্গে। সেই প্রশ্নের জবাবেই ক্যারোলিন বলেন, “এশিয়া-প্যাসিফিকের ভূকৌশলগত ক্ষেত্রে ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গী।
{link}
আমাদের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কও খুব ভালো।” উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন রুখতে বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কোয়াড। সোমবার সেই কোয়াডের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন উড়ে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। চিনকে রুখতে ভারতের ভূমিকার প্রশংসার পাশাপাশি বাণিজ্যচুক্তি হওয়ার বিষয়টিও ঘোষণা করেন ক্যারোলিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গত সপ্তাহেই প্রেসিডেন্ট বলেছিলেন খুব দ্রুতই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হবে। সেটা সত্যিই হতে চলেছে।"
{ads}