header banner

Lashkar Terrorist Saifullah Khalid : লস্কর জঙ্গির মৃত্যুতে স্বস্তিতে ভারত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একেই হয়তো বলে 'বুমেরাং'। ভারতের বিরুদ্ধে জঙ্গি তৈরী করে পাকিস্তান এবার নিজের জমিতেই বিপদে পড়েছে। অজ্ঞাত বন্দুকবাজের গুলিতে পাকিস্তানে খতম ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সইফুল্লা খালিদ (Lashkar Terrorist Saifullah Khalid)। পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাতপরিচয় ব্যক্তির এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে তার।

{link}

ভারতের মাটিতে ৩টি বড় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল এই সইফুল্লা। কে বা কারা এই জঙ্গিকে হত্যা করল তা জানা না গেলেও, মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির মৃত্যু ভারতের জন্য যে স্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে নেপালে লস্করের সংগঠন বাড়ানোর দায়িত্বে ছিল এই সইফুল্লা। সেখান থেকেই ভারতের একের পর এক জঙ্গি হামলা চালায়। ভারতের গোয়েন্দা বিভাগ নেপালে এই জঙ্গির অবস্থান জেনে যাওয়ায় সম্প্রতি সেখান থেকে পাকিস্তানে ফিরে আসে। লস্কর জঙ্গি গোষ্ঠী ও পাক সেনা তাকে সিন্ধে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দেয়। তবে এতকিছুর পরও অবশ্য অজ্ঞাতপরিচয়ের হাতে মৃত্যু হল এই জঙ্গির।

{link}

জানা যাচ্ছে, রবিবার দিনদুপুরে সিন্ধের মলতি ফলকারা চক এলাকায় অজ্ঞাতপরিচয় কেউ গুলিতে ঝাঁজরা করে দেয় সইফুল্লাকে। তদন্তকারীদের তরফে জানা যায়, পাকিস্তান থেকে নেপালে ঘাঁটি গেড়ে থাকার সময় বিনোধ কুমার নাম নেয় সইফুল্লা। নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিতে এমন বহু নাম ব্যবহার করেছে এই জঙ্গি। গোয়েন্দা বিভাগের তরফে জানা যায়, ২০০৬ সালে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএসের সদর দপ্তরে হামলা, ২০০১ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অডিটরিয়ামে আন্তর্জাতিক সম্মেলন চলাকালীন জঙ্গি হামলার ঘটনার নেপথ্যে ছিল এই জঙ্গি।

{ads}

News Breaking News Lashkar Terrorist Saifullah Khalid সংবাদ

Last Updated :