header banner

India-US : ট্রাম্পের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সারতে চায় ভারত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প মসনদে বসেই প্রায় তৃতীয় বাণিজ্য যুদ্ধ বাধিয়ে দিয়েছে। বিভিন্ন দেশের উপর শুল্ক-এর বোঝা চাপিয়ে চলেছে। পাল্টা দিয়েছে চিন ও কানাডা। ভারত কিন্তু মধ্যপন্থা নিলো। সূত্রের খবর, চিন-কানাডা ট্যারিফ বসালেও, ভারত আমেরিকার উপরে পাল্টা ট্যারিফ বসাবে না। বরং ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সারতে চাইছে। ৯ এপ্রিল থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা। তার আগেই এই চুক্তি সেরে ফেলতে চাইছে ভারত (India)। 

{link}

প্রসঙ্গত, গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে ট্য়ারিফ ঘোষণা করে। ভারতের উপরে ২৬ শতাংশ শুল্ক বসান। চিনের উপরে বসানো হয় ৩৪ শতাংশ শুল্ক। বাংলাদেশের উপরে ৩৭ শতাংশ, ভিয়েতনামের উপরে ৪৬ শতাংশ. ইন্দোনেশিয়ার উপরে ৩২ শতাংশ শুল্ক বসান। ইংল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়নের উপরে ১০ শতাংশ করে শুল্ক বসান। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি ভালো নয়। ধস নেমেছে বিশ্বের শেয়ার বাজারে।

{link}

ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই বিভিন্ন দেশ নানা সিদ্ধান্ত নিচ্ছে। চিন জানিয়েছে, তারাও আমেরিকার উপরে ৩৪ শতাংশ ট্যারিফ বসাবে। কানাডাও ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। অন্যদিকে, ইন্দোনেশিয়া জানিয়েছে তারা কোনও পাল্টা শুল্ক বসাবে না। ভিয়েতনাম জানিয়েছে, তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে যেতে চায়, এর জন্য নিজেদের শুল্ক শূন্য করে দেবে। এবার ভারতও সেই পথে হাঁটতে চলেছে। সূত্রের খবর, তারা আমেরিকার উপরে পাল্টা শুল্ক বসাবে না। এর বদলে যদি কোনও বাণিজ্যিক চুক্তি করা যায়, সেই পথে হাঁটতে চান।

{ads}

News Breaking News India-US সংবাদ

Last Updated :