শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আমেরিকার (US) দাদাগিরির কাছে আর মাথা নোওয়াবে না ভারত (INDIA)। এটা খুব স্পষ্ট হয়ে উঠছে। মোদী -ট্রাম্পের বন্ধুত্বের সম্পর্ক থাকলেও দেশের স্বার্থ নষ্ট হতে দেবে না ভারতের প্রধানমন্ত্রী (Modi)। আমেরিকায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করার জন্যই অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন তিনি।
{link}
শুল্ক নিয়ে চাপানউতোরের মধ্যেই মোদীকে ট্রাম্প (Donald Trump) চারবার ফোন করেছিলেন বলে দাবি করেছে ফ্রাঙ্কফুর্টার অলগেমেইন নামে জার্মানির একটি সংবাদমাধ্যম। ওই সংবাদমাধ্যম দাবি করেছে, গত কিছুদিনে কমপক্ষে চারবার মোদীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু, মোদী কথা বলেননি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবার নিজের বন্ধু বলে সম্বোধন করে এসেছেন মোদী। কিন্তু, ভারতের অপারেশন সিঁদুরের পর ট্রাম্প নানা সময় নানা মন্তব্য করে চলেছেন। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর তিনি দাবি করেন, এই সংঘর্ষবিরতিতে তাঁর হাত রয়েছে। এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে। কিন্তু, সংসদের বাদল অধিবেশনে মোদী স্পষ্ট করে দেন, ভারত কারও কথায় সংঘর্ষবিরতিতে সম্মত হয়নি।
{link}
গত কয়েকদিনে মোদী স্পষ্ট করে দিয়েছে যে দেশের স্বার্থ তাঁর কাছে সবচেয়ে বড়ো। ট্রাম্পের নাম না নিয়েই গত কয়েকদিনে একাধিকবার বুঝিয়ে দিয়েছেন মোদী। তিনি বলেন, “আমাদের উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, তা সহ্য করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করবে ভারত।” দেশের স্বার্থ যে সবার আগে, তাও বারবার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। কূটনীতিকরা বলছেন, জার্মানির সংবাদমাধ্যমের খবর সত্য হলে, এটা স্পষ্ট যে ট্রাম্পের চাপের কাছে নতিস্বীকার করেননি মোদী। মোদীর এই পদক্ষেপে খুশি রাশিয়া ও চিন। খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরে এই তিন রাষ্ট্রপ্রধান একসঙ্গে বসতে চলেছে।
{ads}