শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের পরে ভারত পাকিস্তানের মধ্যে অনেক বিরোধ তৈরী হয়েছে। সেই সূত্র ধরেই আর কিছু সময় পরে শুরু হতে চলেছে ভারতের সেনা বাহিনীর মহড়া। থাকছে রাফাল থেকে সুখোই। এদিন সীমান্তের গা ঘেঁষে ব্রহ্মস বা অন্যান্য সুপারসনিক মিসাইল নিয়ে এই মহড়া চালাবে ভারতীয় বায়ু সেনা।
{link}
চলবে বিকেল সাড়ে তিনটে থেকে রাত ৯টা পর্যন্ত। গুজরাত (Gujarat) উপকূলের কাছাকাছি এলাকায় পাক খাবে রাফাল, সুখোইরা। এই মহড়ার সময় নির্দিষ্ট এলাকায় সিভিল ও অন্যান্য অ-মিলিটারি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। মহড়ার কার্যকারিতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ বলে জানা যাচ্ছে। একইসঙ্গে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তার দিকেও। পাক সীমান্তে নিজেদের ক্ষমতা দেখাতে চলছে রাফাল থেকে সুখোইয়ের মতো বিধ্বংসী সব যুদ্ধ বিমানরা। একইসঙ্গে শক্তিপ্রদর্শন করবে ব্রহ্মস বা অন্যান্য সুপারসনিক মিসাইলরা।
{link}
তাতে যে পাকিস্তানের স্নায়ুর চাপ আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতের মুথতোড় জবাবে হাঁটু, কোমর সব ভেঙেছে পাকিস্তানের। নাস্তানাবুদ হয়ে ঘরে ফিরেছে পাক। ভারতের আকাশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এস-৪০০ এর মতো শক্তিশালী সব নিরাপত্তা বলয়ের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে পাক ড্রোন-মিসাইল। সুবিধা করতে পারেনি পাকস্তানি যুদ্ধবিমানগুলিও। এমতাবস্থায় যুদ্ধের প্রস্তুতি এবং সমুদ্র অঞ্চলে অপারেশন ক্ষমতা পরীক্ষা করতেই এবার মহড়ায় ভারতীয় বিমান বাহিনী।
{ads}