header banner

Dominica : বেড়াতে গিয়ে নিখোঁজ আমেরিকানিবাসী ভারতীয় ছাত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সাত দিন হয়ে যাওয়ার পরেও পুলিশ এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পায় নি। এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে বলেই পুলিশের ধারণা। ঘটনা সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ তিনি বেড়াতে গিয়েছিলেন ডমিনিকান প্রজাতন্ত্রে। ৬ মার্চ তাঁকে শেষবার দেখা গিয়েছিল সমুদ্রসৈকতের কাছে। তারপর থেকে আর খোঁজ নেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওই দেশে বেড়াতে যাওয়া আমেরিকাবাসী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীর।

{link}

ঘনাচ্ছে রহস্য। মার্কিন গোয়েন্দারা ইতিমধ্যেই নেমেছেন তদন্তে। জানা যাচ্ছে, কয়েকজন বান্ধবীর সঙ্গে ডমিনিকায় (Dominica) বেড়াতে গিয়েছিলেন সুদীক্ষা কোনাঙ্কি নামের তরুণী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তিনি পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের (Pittsburgh) ছাত্রী। বাকিরাও সেখানেই পাঠরত। সৈকতের কাছেই এক হোটেলে ওঠেন তাঁরা। সেই হোটেলের বাইরেই শেষবার দেখা গিয়েছিল কুড়ি বছর বয়সি ওই তরুণীকে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর সুদীক্ষার পরিবারের সন্দেহ তার বন্ধুদের প্রতি।

{link}

হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, সুদীক্ষা নিখোঁজ হওয়ার ঠিক আগেই সেখানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল। যার ফলে বহু অতিথিই সেখান থেকে বেরিয়ে এসে সৈকতের দিকে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে সুদীক্ষাও ছিলেন। এদিকে তরুণীর পরিবারের দাবি, তাঁদের মেয়ের ফোন ও টাকার ব্যাগ সবই ছিল বান্ধবীদের কাছে। অথচ সুদীক্ষা সব সময়ই নিজের কাছে ফোন রাখতেন। যা থেকে ঘনাচ্ছে রহস্য। তবে কি তরুণীর অন্তর্ধানের সঙ্গে বান্ধবীদের কোনও যোগ রয়েছে? উঠছে প্রশ্ন।

{ads}

News Breaking News Dominica missing Student সংবাদ

Last Updated :