header banner

আজ পালিত হল ৪৯ তম নৌবাহিনী দিবস

article banner

আজ ৪৯ তম নৌবাহিনী দিবস৷ এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন দেশজুড়ে বিশেষ অনুষ্ঠান পালন করেন নৌসেনারা ৷ ভারতীয় নৌসেনাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  ।১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষিতে নৌ দিবস এ ভাবেই পালিত হল। সেই যুদ্ধে পশ্চিম বন্দরে ভারতীয় যুদ্ধজাহাজ পাকিস্তানিদের দ্বারা আক্রান্ত হওয়ার পরে ভারতীয় সেনাও যোগ্য জবাব দিয়েছিল।{ads}
ভারতীয় নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব দেশের সামুদ্রিক সীমা সুরক্ষিত রাখা। এছাড়াও যৌথ মহড়া, বন্দর পরিদর্শন এবং বিপর্যয়ের সময় ত্রাণকাজের মতো জনকল্যাণকর কাজে নৌবাহিনীকে ব্যবহার করা হয়৷ তথ্য বলছে, জওয়ান, আধিকারিক ও সবধরনের কর্মচারী মিলিয়ে বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে কর্মরত রয়েছেন ৬৭,২২৮ জন৷ নৌসেনার অস্ত্রাগারে মজুত রয়েছে, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, আটটি ল্যান্ডিং শিপ ট্যাংক, ১১টি ডেস্ট্রয়ার, একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, একটি ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন, ১৪টি সাধারণ সাবমেরিন ও একটি মাইন প্রতিরোধী ভেসেল৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় নৌবাহিনীর। ভারত থেকে প্রচুর সংখ্যক নৌকায় প্রচুর কাঁচামাল নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটেনে।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল পশ্চিমবঙ্গের নৌবাহিনী দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।প্রতি বছর নানা অনুষ্ঠান পালন করা হয় এই  দিনে । কিন্তু করোনার কারনে বিশেষ ভাবে কোনো অনুষ্ঠান পালন করা সম্ভব হয়ে ওঠেনি । তাই রাজভবন থেকেই রাজ্যপাল জগদীপ ধনকর নৌসেনাদের অভিনন্দন জানান.

{ads}

Indian Navy Day Covid19 West Bengal Indian Navy Governor of West Bengal

Last Updated :