header banner

সংকল্প যাত্রী সুরক্ষা

article banner

নিত্য যাত্রীদের দাবি মেনে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে লোকাল ট্রেনের পরিষেবা , শুরুতেই দক্ষিণ পূর্ব রেল ৩৭ টি  লোকাল ট্রেন চালাতে শুরু করে ,ধাপে ধাপে তা বেরে দাঁড়ায় ৯৫ টি , বিশেষ করে অফিস টাইমে অস্বাভাবিক ভিড় হওয়ার কারনে রেলযাত্রীর স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বাড়ানো হয় ট্রেনের সংখ্যা , অফিস টাইমে সকালে এবং সন্ধ্যে বেলায় যাত্রী চাপ থাকলেও দিনের মাঝে বেশ কয়েক ঘণ্টা যাত্রী চাপ থাকছে না । তাঁর ফলে প্রতিদিন ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছে ভারতীয় রেল । একটা অংশের মানুষের মধ্যে এখনো কোভিড আতঙ্ক থাকার ফলে খুব প্রয়োজন ছাড়া তাঁরা বাড়ির বাইরে বেড়চ্ছে না আবার অনেকেই স্বাস্থ্য বিধি মেনে সামজিক দুরত্বের কথা মাথা রেখে গণ পরিবহন এড়িয়ে চলছেন। মনে করা হচ্ছে যে কারনে শহরতলির ট্রেনে দিনের মাঝামাঝি সময় যাত্রীর অভাব হচ্ছে । যদি এমন্  চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিশাল আর্থিক ক্ষতির অঙ্ক মাথায় নিয়ে লোকাল ট্রেনের সংখ্যা কমাতে পারে রেল মন্ত্রক ।

 
দক্ষিণ পূর্ব রেল যাত্রীদের সুরক্ষা স্বার্থে  দৈনন্দিন সচেতনতার পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে । প্রত্যেক দিন আর পি এফ কর্মীরা মাইকে সুরক্ষা বিধি ও সচেতনতার নিয়মকানুন যাত্রীদের মনে করে দিচ্ছেন । ট্রেন স্টেশনে প্রবেশ করলে মাইকে তাঁরা বলছেন যাত্রীদের দূরত্ব মেনে চলতে , ট্রেনের ভিতিরে কেউ মাস্ক যাতে না খোলেন এবং ভিড় এড়িয়ে চলতে ।  
রেল চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় রেলের তরফ থেকে যাত্রী সুরক্ষার যে প্রতিজ্ঞাবদ্ধ নীতি গ্রহন করা হয়েছিল তাতে তাঁরা সর্বদা অটুট ।{ads}
 

Awareness Indian railway indian railways full journey indian railways journey indian railways indian local train simulator indian local train games indian local train simulator trailer sealdah loc

Last Updated :