header banner

দুর্ভোগের গভীরে রেলযাত্রীরা


রেল যাত্রীদের উপর ব্যাপক লাঠিচার্যের অভিযোগ উঠল হাওড়া স্টেশনে। শুক্রবার রাতে হাওড়া স্টেশনের রেল যাত্রীরা স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গেলে তাদেরকে বাধা দেয় রেল পুলিশ। ফলে বিক্ষোভ দেখাতে শুরু করেন রেল যাত্রীরা। অভিযোগ রেল যাত্রীরা পুলিশকে লক্ষ করে ইঁট ও পাথর ছোঁড়ে, তারপরেই পুলিশ লাঠিচার্য করে রেল যাত্রীদের উপরে। {ads}
কোভিডের কারনে গত আট মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে পূর্ব ও দক্ষিন-পূর্ব রেলের লোকাল ট্রেন।কিন্তু রেল কর্মচারীদের জন্য চলছে স্টাফ স্পেশাল লোকাল ট্রেন।পূর্ব রলের বিভিন্ন স্টেশন থেকে সাধারন রেল যাত্রীরা চড়ছেন এই স্টাফ স্পেশালে। যে কারনে লোকাল ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে হচ্ছে অস্বাভাবিক ভিড়, শিকেয় উঠছে সোশ্যাল ডিসটেন্স। কম্পার্টমেন্টের মধ্যে অতিরিক্ত যাত্রী উঠে পড়ার কারনে  অস্বস্তিতে পড়ছেন রেল কর্মচারিরা। কয়েকদিন আগে রেলযাত্রীরা পূর্ব রেলের একটি স্টেশনে ভাংচুরও চালায়। দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন না চলার কারনে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। একই সমস্যায় ভুগছেন ছোটখাটো ব্যাবসায়ীরাও।এদিকে আনলক পর্বে বিভিন্ন অফিস খুলে যাওয়ার কারনে বহু নিত্য অফিস যাত্রী বিকল্প রাস্তা না পেয়ে বাধ্য হচ্ছেন স্টাফ স্পেশালে চড়তে।রেল কতৃপক্ষ সাধারন খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে একটু মানবিক হন এটাই চাইছেন নিত্য যাত্রীরা।শুক্রবার রাতের এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক(সি.পি.আর.ও) নিখিল চক্রবর্তি বলেন,“রেল কর্মচারিদের জন্য চলা এই স্টাফ স্পেশ্যালে সাধারন যাত্রীরা রেলের নিয়ম অনুযাই চড়তে পারেন না। যে কারনে রেলযাত্রীদের বাঁধা দিয়েছে পুলিশ।তবে রেল যাত্রীদের সমস্যা ও অসুবিধার কথা সবসময় অগ্রাধিকার দেয় ভারতীয় রেল।তবে এটাও ঠিক বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রেলযাত্রীদের রেলের স্বার্থে সহযোগীতা করা দরকার”।


করোনার কারনে দীর্ঘদিন লোকাল ট্রেন বন্ধ থাকার কারনে চরম সমস্যার সম্মুখীন আট লক্ষেরও বেশি নিত্যযাত্রী। এখন রেল কতৃপক্ষ সাধারন যাত্রীদের কথা মাথায় রেখে কতটা মানবিক হ্ন সেটাই দেখার বিষয়।
{ads}

Indian Railways South Eastern Railways Howrah Station West Bengal India public passenger local train

Last Updated :