header banner

Bangladesh : ভারতীয় কৃষক অপহরণের অভিযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত পাকিস্তান ঘটনার মধ্যেই আবার বাংলাদেশ (Bangladesh) পিছনে লাগা শুরু করেছে। ভারতীয় ভূ-খণ্ড থেকে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি-র বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুর থানার মল্লিকপুর বিওপির অনন্তপুর এলাকায়।

{link}

ভারতীয় ওই দুই কৃষকের নাম ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু। দীর্ঘ বৈঠকের পর তাদের ফেরাতে সক্ষম হয় বিএসএফ (BSF)। প্রশ্ন উঠেছে কেন বাংলাদেশ সীমান্তে এই অসভ্যতা শুরু করেছে? অনেকের ধারণা এর মধ্য দিয়েই বাংলাদেশ পাকিস্তানকে বার্তা দিচ্ছে যে তারা পাকিস্তানের পক্ষে আছে। শুক্রবার বিষয়টি জানার পরই সন্ধ্যেবেলায় বিএসএফ ও বিজিবি-র মধ্যে সীমান্তে ফ্ল্যাগ মিটিং হয়। দুই ভারতীয়কে ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালানো হয় বল জানান, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল।

{link}

জানা গিয়েছে, এদিন দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। তাদের বিএসএফ আটক করলে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কাজ করা দুই ভারতীয় কৃষককে ধরে নিয়ে যায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। কেন দুই ভারতীয় কে, এভাবে তুলে নিয়ে যাওয়া হল, তার জবাব চায় বিএসএফ। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফ্ল্যাগ মিটিং হয় সীমান্তে। এরপরই দুই ভারতীয়কে ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি।

{ads}

News Breaking News Bangladesh সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article