header banner

Abhishek Banerjee : বিদেশে পাকিস্তানের মুখোশ খুলবে ভারত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও কান্ড ও পরে ভারত-পাক (IND-PAK) পরিস্থিতি নিয়ে এবার সারা বিশ্বের কাছে বার্তা নিয়ে যাচ্ছে ভারতীয় প্রতিনিধি দল। সার বিশ্বের কাছে তারা এই বার্তায় তুলে ধরবেন যে পাকিস্তান জঙ্গিদের আতুরঘর। সর্বদলীয় টিমের সদস্য হিসেবে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)  বুধবারই বিদেশে রওনা হলেন।

{link}

জেডিইউ–র সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন এই টিম জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যাবে। পহেলগাঁওয়ে জঙ্গিহানা, ‘অপারেশন সিঁদুর’ এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান এই দেশগুলিতে তুলে ধরবে এই সর্বদলীয় টিম। নয়াদিল্লি থেকে বুধবার রওনা হওয়ার আগে এই সর্বদলীয় প্রতিনিধি টিমের সদস্যদের হাতে দু’টি ‘ডসিয়ের’ তুলে দিয়েছে বিদেশ মন্ত্রক। প্রথম ডসিয়েরে উল্লেখ করা হয়েছে ‘টকিং পয়েন্টস’, অর্থাৎ, বিভিন্ন দেশে গিয়ে এই টিম কী কী বিষয় তুলে ধরবে, তা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ডসিয়েরে থাকছে বিস্তারিত সফরসূচি। বিদেশ সফরে বিভিন্ন দেশের কোন কোন রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করতে হবে, তাদের সংক্ষিপ্ত বিবরণও থাকছে। সংসদীয় সূত্রের খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কেন ফেরত চাইছে ভারত, বিদেশে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব।

{link}

এই প্রসঙ্গেই উল্লেখ করতে হবে— কাশ্মীর হলো আদি শঙ্করাচার্যের বাসভূমি। সেখানেই ইচ্ছাকৃত ভাবে বারবার হামলা চালাচ্ছে পাকিস্তান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত তাদের পুরোনো লড়াই থামাবে না, এই মর্মে দেশের অবস্থানেও কোনও পরিবর্তন করা হবে না এবং শাসক–বিরোধী নির্বিশেষে গোটা ভারত যে এ ব্যাপারে একমত–এটাই বিদেশে জানাবেন সর্বদলীয় টিমের সদস্যরা। নয়াদিল্লি থেকে বিমান ধরার আগে সংবাদসংস্থাকে সঞ্জয় ঝা বলেছেন, ‘সন্ত্রাসবাদ হলো সব থেকে বড় ইস্যু, এটাই পাকিস্তানের স্টেট পলিসি। বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া হবে আমাদের কাজ।’

{ads}

News Breaking News Abhishek Banerjee সংবাদ

Last Updated :