শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধের ঝাঁঝ যত বাড়ছে মৃতের সংখ্যাও তত বাড়ছে। এই পরিস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধের মাঝে এবার দেশবাসীর জন্য নতুন সতর্কবার্তা জারি করল ভারত। শুক্রবার থাইল্যান্ডের (Thailand) ভারতীয় দূতাবাস একটি বিবৃতি জারি করে জানিয়েছে, আপাতত সাতটি প্রদেশে ভারতীয়দের না যাওয়াই উচিত। উল্লেখ্য, শুক্রবারই থাইল্যান্ডের কার্যকরী প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই (Phumtham Wechayachai) জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে।
{link}
এহেন পরিস্থিতিতেই নাগরিকদের সতর্ক করল ভারত (India)। শুক্রবার থাইল্যান্ডের ভারতীয় দূতাবাসের এক্স হ্যান্ডেলে জানানো হয়, ‘থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে জানানো হচ্ছে, ভারতীয় পর্যটকরা যেন থাই প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখেন। থাইল্যান্ডের পর্যটন দপ্তরের নির্দেশিকা যেন মেনে চলেন সকলে।' প্রসঙ্গত, ‘এমারেলড ত্রিকোণ’ নামের একটি এলাকা নিয়ে দুই দেশের সংঘাত দীর্ঘদিনের। যেখানে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওসের সীমানা মিলিত হয়েছে। উল্লেখ্য, ‘এমারেলড ত্রিকোণে’ রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির।
{link}
ওই মন্দিরগুলিকে নিয়ে সংবেদনশীল তিন দেশের সাধারণ মানুষেরা। এলাকাটির দখল নিয়ে বছর পনেরো আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে। নতুন করে গত মে মাসে সংঘর্ষ হয়। আবারও অশান্তি ছড়িয়েছে দুই দেশের সীমান্তে। বৃহস্পতিবার ভোররাতে সীমান্ত অঞ্চলে গোলাগুলি চলে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে। এরপরেই এফ ১৬ যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় থাই সেনা। এহেন পরিস্থিতিতে থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার আরও খারাপ হয়েছে।
{ads}