header banner

US Airport : মার্কিন বিমানবন্দরে ভারতীয় মহিলাকে হেনস্থা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিমান বন্দরে প্রয়োজনে অনেককেই চোরা চালানকারী সন্দেহে শারীরিক তল্লাশি করা হয়। কিন্তু তা প্রায় ৮ ঘন্টা ধরে বিমান বন্দরের পুরুষ কর্মীরা কোনো মহিলার শরীরের তল্লাশি নিয়েছে এমন ঘটনা বিরল। অভিযোগ, শীতবস্ত্র খুলিয়ে দীর্ঘক্ষণ ঠাণ্ডা ঘরে বসিয়ে রাখা হয়েছে তাঁকে। শরীরে কিছু লুকিয়ে রেখেছেন কিনা, সেটা তল্লাশি করেছেন বিমানবন্দরের পুরুষ কর্মীরা।

{link}

কোন মতে দেশে ফিরে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন তরুণী অন্ত্রপ্রোনর শ্রুতি চতুর্বেদী। ঠিক কী ঘটেছে শ্রুতির সঙ্গে? জানা গিয়েছে আলাস্কার আঙ্কোরেজ বিমানবন্দর থেকে বিমান ধরার কথা ছিল তাঁর। অন্যান্য জিনিসপত্রের সঙ্গে শ্রুতির ব্যাগে ছিল একটি পাওয়ার ব্যাঙ্ক। সেই নিয়েই সমস্যা। বিমানবন্দরের কর্মীরা বলেন, ওই পাওয়ার ব্যাঙ্কটি সন্দেহজনক। তারপরেই শুরু হয় নিগ্রহ। অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় শ্রুতিকে। প্রচণ্ড ঠাণ্ডা একটি ঘরে আটকে রেখে কেড়ে নেওয়া হয় তাঁর ফোন এবং ওয়ালেট। ওই ঘরে তাঁকে রীতিমতো হেনস্তা করা হয় বলে জানিয়েছেন শ্রুতি।

{link}

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “পুলিশ এবং এফবিআই মিলে টানা ৮ ঘণ্টা আমাকে জেরা করে। অদ্ভুত সব প্রশ্ন করছিল। শরীরে কোথাও কিছু লুকিয়ে রেখেছি কিনা, তল্লাশি করেছেন একজন পুরুষ কর্মী, তাও ক্যামেরার সামনে। আমার শীতের পোশাক খুলতে বাধ্য করা হয়েছিল। শৌচাগারে যেতে দেওয়া হয়নি। অনেক অনুরোধ সত্ত্বেও একটা ফোন করতে পারিনি।” টানা ৮ ঘণ্টা হেনস্তার পরে ছেড়ে দেওয়া হয় শ্রুতিকে। কিন্তু ততক্ষণে ভারতে ফেরার উড়ান মিস করেছেন তিনি। মার্কিন মুলুকে বসে এমন ভয়ানক অভিজ্ঞতা, কিন্তু দেশে কাউকে ফোন করে সেটা জানাতে পারেননি, কারণ ফোন কেড়ে নিয়েছিল মার্কিন নিরাপত্তাকর্মীরা। আমেরিকা ছেড়ে বেরনোর পরে গোটা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোশাল মিডিয়ায়।

{ads}

 

News Breaking News US Airport Indian woman harassed সংবাদ

Last Updated :