header banner

Muhammad Yunus : নতুন সম্পর্ক গড়ার ইঙ্গিত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইতিহাস ফিরে আসে। সেকথা আবার স্মরণ করিয়ে দিলো ইউনুস (Muhammad Yunus)। বাংলাদেশের (Bangladesh) কে ভুলতে পারবে '৭১ এর সেই নারকীয় হত্যা কাণ্ডের কথা! সেইসব ভুলে ইউনুস পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে চাইছে। মিশরে আয়োজিত ডি-৮ শীর্ষ সম্মেলনে গিয়েও পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের (Shehbaz Sharif) সঙ্গে ফাঁকতালে বৈঠক সেরে নিতে দেখা গিয়েছিল প্রধান উপদেষ্টা ইউনূসকে।

{link}

সেই সময় সেদেশের সরকারি সংবাদসংস্থা তরফে জানা গিয়েছিল, ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলি মেটানোর জন্য প্রস্তাব দিয়েছেন ইউনূস। পাশাপাশি, দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারেও সেই সম্মেলনে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তিনি। এক মুখে যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ার আহ্বান দিচ্ছেন ইউনূস। সেই সময়ই আবার পাকিস্তানী সেনার বিরুদ্ধে তোপ দাগতেও দেখা গেল ইউনূসকে। ২৫ মার্চ গণহত্যা দিবস।

{link}

১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা আন্দোলন চলাকালীন এই সময় মুক্তিযোদ্ধাদের ‘খুঁজে খুঁজে মারতে’ গোটা দেশে বাহিনী নামিয়েছিল পাকিস্তান। বাংলাদেশ প্রশাসন সূত্রে জানা যায়, স্বাধীন আন্দোলনকে দমন করতে এই এক দিনেই ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাদের খতম করেছিল পাকিস্তান। সোমবার, সেই মৃত্যুমিছিল নিয়ে মুখ খুলতে দেখা গেল প্রধান উপদেষ্টাকেও। তিনি বললেন, ‘১৯৭১ সালে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা-সহ দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই হত্যাকাণ্ডে আজও শোকাহত গোটা দেশ।’ ইউনুসকে শেষ পর্যন্ত নিজের মুখে এই কথা বলতেই হলো।

{ads}

News Breaking News Muhammad Yunus Bangladesh Pakistan Shehbaz Sharif সংবাদ

Last Updated :