header banner

প্রিয়দর্শিনীর প্রয়াণ দিবসে নস্টালজিক অনুগামীরা

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আজ প্রয়াত দিবস। ১৯৮৪ সালে দেশের রাজধানীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনারই স্মৃতিচারণ করে শ্রদ্ধাঞ্জাপন করলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।প্রতিবছরের ন্যায় এ বছরও কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রীর ৩৬তম প্রয়াত দিবসে সকালে কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন তিনি। যদিও করোনার আবহে এবছর উপস্থিত অনুগামীর সংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল এবং যথাসাধ্য দূরত্ব বজায় রেখেই পালন করা হয়েছে এই অনুষ্ঠান।  {ads}
রাজ্যের শিল্পাবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি শিল্পে অচলাবস্থার কথা তুলেছেন। গত কয়েক বছরে রাজ্যে কোনো শিল্প আসেনি এবং হাতে গুনে বড়ো শিল্পপতিদের জন্যে কয়েকটি শিল্প এসেছে রাজ্যে যাতে ক্ষুদ্র ব্যাবসায়ীদের আদতেও কোনো লাভ হয়নি বলে তিনি মনে করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বাণিজ্য সম্মেলনের পরেও লাভের লাভ নেই বললেই চলে বলে তিনি জানিয়েছেন।
রাজ্যপালের সাম্প্রতিক করা মন্তব্যগুলির বিরোধীতা করে তিনি বলেছেন, রাজ্যপাল উত্তরবঙ্গে দীর্ঘদিন থাকতেই পারেন তবে পলিটিক্যাল ইস্যু তৈরী করা একেবারেই কাম্য নয়। একবিংশ শতাব্দীতে দাড়িঁয়েও ভারতবর্ষের রাজনীতি সর্বদাই প্রয়াত প্রধানমন্ত্রীকে মাতৃরুপে শ্রদ্ধা করেন দলের অনুগামীরা। {ads}
 

Indira Gandhi Former Prime Minister Death anniversary Indian National Congress West Bengal

Last Updated :