শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নিউটাউনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হয়েছে এবছরের ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। ২৪ অক্টোবর থেকে ৩রা নভেম্বর নভেম্বর পর্যন্ত চলবে এই বাণিজ্য মেলা। চেম্বার অফ কমার্সের উদ্যোগে ১০ দিনের এই বাণিজ্য মেলার প্রথম দিনেই উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কনসাল জেনারেলরা। মেলায় মোট ৫০০ টিরও বেশি স্টল রয়েছে। বাণিজ্য মেলায় ১০টিরও বেশি দেশ এবং ২০টি ভারতের রাজ্য অংশ নিচ্ছে। সেখানে পাওয়া যাচ্ছে হস্তশিল্প থেকে বিভিন্ন শিল্প-সামগ্রী এমনকি খাদ্য দ্রব্যও। এই মেলার মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে বিক্রেতাদের।
{link}
মেলায় রয়েছে, বিভিন্ন দেশীয় ও বিদেশি প্যাভিলিয়ন যেখানে দেশের বাইরের পণ্য ও ব্র্যান্ড প্রদর্শিত হচ্ছে। হস্তশিল্প ও কারুশিল্পের স্টল যেখানে স্থান-বিশেষের ঐতিহ্যবাহী কাজ দেখা যাচ্ছে। প্রযুক্তি ও গ্যাজেট- যার মাধ্যমে নতুন উদ্ভাবন ও আধুনিকতার জিনিস প্রদর্শিত হচ্ছে দর্শকদের সামনে। মেলা দেখার পাশাপাশি ভুরি ভোজেরও ব্যবস্থা রয়েছে। সন্ধ্যের পর থেকেই মানুষের ভিড় জমছে মেলায়। বহু ক্রেতা মেলায় ঘুরে ঘুরে তাদের পছন্দ মত সামগ্রী কিনছেন। মেলায় আসা অনেকের সঙ্গে কথা বলে জানা গেল, দেশ এমনকি বিদেশেরও এত সামগ্রী একই জায়গায় পাওয়া যাওয়ায় এই মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। বিভিন্ন নতুন জিনিসও জানা যাচ্ছে এই মেলা থেকে। নিজেদের পছন্দের জিনিস কিনে নিয়ে যেতে পারছেন ক্রেতারা।
{ads}