শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ইরান (Iran) স্পষ্ট করে জানিয়ে দিলো পরমাণু চুক্তি নিয়ে তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নয়। জানালেন, আমেরিকা আমাদের পরমাণু স্থাপনায় ৩০ হাজার পাউন্ডের বোমা ফেলেছে। এর সঙ্গেই সমস্ত আলোচনার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ১২ দিনের যুদ্ধ শেষে ক্ষণিকের স্বস্তি দেখা গিয়েছে মধ্যপ্রাচ্যে।
{link}
এই প্ররিস্থিতিতে বার বার ট্রাম্পের (Donald Trump) তরফে দাবি করা হয়েছে, শীঘ্রই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হবে। সরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আরাঘচি (Abbas Araghchi) বলেন, “পুনরায় আলোচনা শুরুর বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। কোনও প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। এমনকি পুনরায় আলোচনা শুরুর বিষয়ে কোনও কথাও হয়নি।” তিনি ক্ষোভ প্রকাশ করে একইসঙ্গে তিনি জানান, “আমাদের তিনটি পরমাণু স্থাপনায় ৩০ হাজার পাউন্ডের বোমা ফেলেছে আমেরিকা। ওদের এই সামরিক অভিযান পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনাকে আরও কঠিন করে তুলবে।”
{link}
উল্লেখ্য, বারাক ওবামার আমলে ইরানের উপর থেকে দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল আমেরিকা। যদিও ২০১৫ সালের সেই চুক্তি বাতিল করে ফের নিষেধাজ্ঞা চাপান ট্রাম্প। নতুন করে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠানো হয় ট্রাম্পের তরফে। তবে সেখানে যে সব শর্ত দেওয়া হয় তাতে সরাসরি আপত্তি জানায় ইরান।
{ads}