শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে বঙ্গভূমিতে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় বিশেষ নিবিড় সংশোধন (SIR)। অনেকেই ভাবছেন, এটাই এনআরসি -এর প্রথম ধাপ। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, এমন সন্দেহ অমূলক নয়। খুব ভালো করে লক্ষ করলে দেখা যাবে যে বিজেপি নেতারা বলছেন, SIR এর জন্য একজন হিন্দু ভোটারের কোনো ক্ষতি হবে না। তারা আরো বলছেন, SIR এর মাধ্যমে অবৈধ বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের বিতাড়িত করা হবে। যত প্রশ্ন এখানেই! নির্বাচনের মুখে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (Special Intensive Revision/SIR)। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। সেই নিয়ে এই মুহুর্তে উত্তাল দেশের রাজনীতি। বিহারে ইতিমধ্যেই ৫২ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে NRC হচ্ছে, বিজেপি-কে নির্বাচনে সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই নিয়ে সংসদে বিক্ষোভেও শামিল হয়েছেন বিরোধীরা। কিন্তু এই SIR আসলে কী?
{link}
নির্বাচন কমিশনের দাবি ভারতীয় সংবিধান ৩২৪ নম্বর ধারায় তাদের ভোটার তালিকা সংশোধনের অধিকার দিয়েছে। তারা এটাও জানে ৩২৬ নম্বর ধারা অনুযায়ী ভারতে প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নাগরিকের ভোটাধিকার আছে। তারা সেই অধিকারকেই সুনিশ্চিত করতে চায়। কিন্তু শুধু কি এটাই? না, শুধু এইটুকু নয়। NRC করে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদায় করতে চায় ভারত সরকার। আর সেই ক্ষেত্রে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে বাংলাদেশী মুসলিম ও রোহিঙ্গা। তরফলে ইতিমধ্যেই ঘটে গেছে বেশকিছু আত্মহত্যার ঘটনা। আর এইভাবে 'SIR' এর মাধ্যমে যত ভোটার বাদ দেওয়া যাবে, তাদের ভবিষ্যৎ কি হবে? এখানেই মনে করা হচ্ছে SIR আসলে NRC র প্রথম পদক্ষেপ। এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
{ads}