শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আবার কি সেই ভয়ঙ্কর দিন আসছে? আবার কি বিশ্ব সন্ত্রস্ত হয়ে উঠবে? আবার কি পৃথিবী দেখবে মৃত্যুর মিছিল? কারণ দেশে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনেই ২ হাজারের গণ্ডি থেকে ৩ হাজারে পৌঁছে গেল করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৯৫।
{link}
সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরলে। নতুন করে একবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা (Covid) সংক্রমণ। করোনার দুই ভ্যারিয়েন্ট নতুন করে সংক্রমণ ছড়়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯৫-এ। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ সংক্রমণ কেরলে। সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৬-এ। এরপরে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬৭।
{link}
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৫। গুজরাটে আক্রান্তের সংখ্যা ২৬৫, কর্নাটকে ২৩৪। রাজ্যেও ক্রমে সংক্রমণ বাড়ছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২০৫। তামিলনাড়ুতে ১৮৫ জন এবং উত্তর প্রদেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১১৭।চিকিৎসক-বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যারা সংক্রমিত হচ্ছেন, তাদের মধ্যে অধিকাংশই বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন।
{ads}