header banner

Baba Vanga : বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী কি ফলতে চলেছে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  প্রথমেই বলে রাখা ভালো যে, বুলগেরিয়ার (Bulgaria) এই মহিলার করে যাওয়া একাধিক ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। তাই তাঁকে ‘এযুগের নস্ত্রাদামুস’ বলা হয়। তাঁর বহু ভবিষ্যৎবাণী (prophecy) ইতিমধ্যে মিলে গেছে। যেমন ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন, ১৯৮৬ সালে চেরনোবিলে পারমাণবিক বিপর্যয়,জোসেফ স্ট্যালিনের মৃত্যু, ২০০৪ সালের ভয়াবহ সুনামি - এই সব তিনি নিজের জীবদ্দশায় বলে গিয়েছিলেন।

{link}

কিন্তু অদূর ভবিষ্যতে বিশ্বে কি হতে চলেছে - তা নিয়েও তাঁর বেশ কিছু ভবিষ্যৎবাণী যেন মিলতে চলেছে। সম্প্রতি মধ্য প্রাচ্যের যুদ্ধ আবার সামনে আনলো বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন, ২০২৫ সাল থেকেই পৃথিবীর বিনাশ শুরু হবে। তার ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছর থেকে পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা।

{link}

মানবসমাজের কাছেও নিজেদের উপস্থিতি জানান দেবে তারা। তার পরে ২০৭৬ সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন। মধ্য প্রাচ্যের যুদ্ধে যেভাবে ইহুদি প্রধান ইসরাইলের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন সামনে এসে গেছে। উল্লেখ্য, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতেও ২০২৫ সালে ইউরোপজুড়ে বিরাট যুদ্ধ এবং সংঘাতের ইঙ্গিত দেওয়া রয়েছে। দুই ভবিষ্যৎদ্রষ্টাই যখন একমত, তাহলে এই ভবিষ্যদ্বাণী সত্যি হতে পারে বলেই মনে করছেন অনেকে। তবে বাবা ভাঙ্গা বা নস্ত্রাদামুস-দুজনের মন্তব্য নিয়েই রয়েছে বিতর্ক। বিতর্ক থাকুক কিন্তু বিশ্ব জুড়ে যুদ্ধ যেন শুরু না হয়!!

{ads}

News Breaking News Bulgaria prophecy Baba Vanga Prediction 2025 Baba Vanga সংবাদ

Last Updated :