header banner

Pakistan : ‘বন্ধু’ চিনের দ্বারস্থ ইসলামাবাদ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত-পাক (India-Pak) সম্পর্ক সম্পূর্ণ তলানিতে। সেই পরিস্থিতিতে পাক বিদেশমন্ত্রীর চিন সফর খুবই তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, সোমবারই চিনে (China) পৌঁছবেন পাক বিদেশমন্ত্রী। ভারত-পাক সংঘাতের আবহে বৈঠক করবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)-র সঙ্গেও। এছাড়া তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও বৈঠকে বসতে পারেন ইশাক এবং ওয়াং।

{link}

উল্লেখ্য, ভারত-পাক সংঘাতের আবহে বরাবর ‘বন্ধু’ ইসলামাবাদের পাশে ছিল বেজিং। অপারেশন সিঁদুরের পর আপাত সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছে ভারত-পাকিস্তান। সেই ফাঁকেই ‘বন্ধু’ চিনের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ (Islamabad)। জানা গিয়েছে, সোমবার চিনে পৌঁছেই চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইশাক দার (Ishaq Dar)। পরের দিন অর্থাৎ মঙ্গলবার চিনে পৌঁছবেন আফগানিস্তানের কার্যকরী বিদেশমন্ত্রী। ওইদিন ত্রিপাক্ষিক বৈঠক হবে বেজিংয়ে। 

{link}

সুরক্ষাক্ষেত্রে তিন দেশের সহযোগিতা এবং ভারত-পাক সংঘাতের আবহে বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দিনকয়েক আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তালিবান বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, গত ১০ মে বিকেলে ভারত-পাক সংঘর্ষবিরতির পরই ইসালামাবাদকে সমর্থন জানাতে পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে ফোন করেন চিনের ওয়াং ই। পাক বিদেশমন্ত্রক সূত্রে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘পাকিস্তানের বরাবরের বন্ধু, পারস্পরিক সহযোগী দেশ চিন। এই পরিস্থিতিতে সেই বন্ধুত্বই অটুট রাখার বার্তা দিয়েছেন ওয়াং। সেইসঙ্গে পাকিস্তানের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে যে কোনও পদক্ষপের পাশে থাকার কথা বলেছেন চিনা বিদেশমন্ত্রী।’

{ads}

News Breaking News Pakistan Islamabad Ishaq Dar China Wang Yi সংবাদ

Last Updated :