header banner

Israel : গাজা সম্পূর্ণ দখলের পথে ইজরায়েল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অস্ত্রযুদ্ধে এঁটে উঠতে না পেরে ঘুরপথে ইজরায়েলের (Israel) উপর চাপ বাড়াচ্ছে হামাস (Hamas)। গাজার (Gaza) নারকীয়তা তুলে ধরে বিশ্বের সামনে ইজরায়েলের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি পণবন্দিদের ভিডিও প্রকাশ করে চাপ বাড়ানো হচ্ছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইজরায়েল সেনাকে কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।

{link}

স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, ‘হয় গোটা গাজা দখল করো অথবা ইস্তফা দাও।’ ২ বছর ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধের পর নেতানিয়াহুর এই হুঁশিয়ারিতে পরিস্থিতি নয়া মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে। হামাস ও ইজরায়েল সেনার অসমযুদ্ধে ইতিমধ্যেই গাজার ৭৫ শতাংশ অংশ নিজেদের দখলে নিয়েছে আইডিএফ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল।

{link}

এই অবস্থায় বাকি ২৫ শতাংশও অবিলম্বে দখলের নির্দেশ দেওয়া হল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল সেনার অনুমান এই ২৫ শতাংশ অংশেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে পণবন্দিদের। সম্প্রতি জেরুজালেম পোস্টের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে আইডিএফের চিফ অফ স্টাফকে স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, গোটা গাজা দখল করো অথবা নিজের পদ থেকে ইস্তফা দাও।

{ads}

 

News Breaking News Israel Hamas Gaza Benjamin Netanyahu সংবাদ

Last Updated :