header banner

Gaza: ইজরায়েলি ডিফেন্স ক ঘণ্টায় হেজবোল্লার ১২০টি ঘাঁটিকে নিশানা করে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মনে আছে গত বছর ৭ অক্টোবর গাজা (Gaza) প্রথম আক্রমন করেছিল ইসরাইলকে (Israel)। তারপর ইসরাইল যুদ্ধের ঝাঁঝ এমন পর্যায়ে নিয়ে যায় যে এখন পর্যন্ত  ৪০ যাহার গাজাবাসীর প্রাণ গেছে। আর এ বছর সেই ৭ অক্টোবর ইসরাইল আক্রমনের তীব্রতা আরও বাড়িয়ে দিলো। প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের নাম মুছে ফেলতে গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলি সেনা।

{link}

দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনুসে তেল আভিভের হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। আহতের সংখ্যা প্রায় ২০০। এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। সন্ত্রাস্ত সমস্ত গাজাবাসী। যুদ্ধের কোনো নিয়ম মানছে না ইসরাইল। গত ৭ তারিখ এই যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। আর এদিনও রক্ত ঝরেছে গাজায়। দক্ষিণ গাজার খান ইউনিসে আঘাত হানে ইজরায়েলের বিমানবাহিনী। মুহুর্মুহু বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন ৭০ জন। আহতের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, ইরানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হেজবোল্লাকে টার্গেট করে লেবাননের আক্রমণ শানাচ্ছে ইজরায়েল।

{link}

সোমবার বিবৃতি দিয়ে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস জানায় যে, এক ঘণ্টায় হেজবোল্লার অন্তত ১২০টি ঘাঁটিকে নিশানা করে হামলা চালানো হয়েছে। বিভিন্ন ফ্রন্টে লড়াই করছে ফৌজ। গতকাল ইজরায়েলের বুকে হামাসের হামলার বর্ষপূর্তির অতীত স্মরণ করিয়ে দেশের সেনাকে উজ্জীবিত করেন নেতানিয়াহু। তিনি বলেন, “আমরাই জিতব। গাজাতে জিতব, লেবাননে জিতব। ইরানেও হামলার প্রস্তুতি নিচ্ছি। শত্রুদের গুঁড়িয়ে দাও, একেবারে ধ্বংস করে দাও। আজ থেকে এক বছর আগে আমরা ভয়ানক ধাক্কা খেয়েছিলাম। কিন্তু গত ১২ মাসে সেই ছবিটাকে আমরা সম্পূর্ণরূপে পালটে দিয়েছি।” পাল্টে দিয়েছে ঠিক, কিন্তু প্রাণ গেছে প্রায় ৫০ হাজার মানুষের। সভ্যতা এখন গভীর সংকটের মুখে।

{ads}

News Breaking News Israel Gaza সংবাদ

Last Updated :