header banner

Donald Trump : চিনের জন্যই কোভিড ছড়িয়েছে সারা বিশ্বে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সেই ২০১৯ সালেই ট্রাম্প দাবি করেছিল চিনের জন্যই মারণ ভাইরাস কোভিড ছড়িয়েছে সারা বিশ্বে। সেই তত্ত্বে আবার ফিরে গেলেন ট্রাম্প (Donald Trump)। গত শনিবার ট্রাম্প প্রশাসনের তরফে সিআইএ-এর এক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে মার্কিন গুপ্তচর সংস্থার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, করোনা কোনও প্রাকৃতিক ভাইরাস নয়। এটি পরিকল্পিতভাবে ল্যাবটরিতে তৈরি করা হয়েছিল।

{link}

জানা যাচ্ছে, বাইডেনের আমলে সিআইএ প্রধানের নির্দেশে এই রিপোর্ট তৈরি করেছিল। তবে বাইডেন (Joe Biden) সরকার তা প্রকাশ করেনি। ট্রাম্প ক্ষমতায় আসতেই চিনকে নিশানায় নিয়ে প্রকাশ করা হয়েছে রিপোর্টটি। স্বাভাবিক কারণেই এই নিয়ে হৈ চৈ পড়ে গেছে সারা বিশ্বে। মনে রাখতে হবে ২০১৯ সালের শেষ দিকে চিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মারণ করোনা ভাইরাস। যার কবলে পড়ে গোটা বিশ্বে ৭০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়।

{link}

এর জেরে সবচেয়ে খারাপ অবস্থা হয় আমেরিকার। লক্ষাধিক মানুষের মৃত্যু হয় এখানে। একটা সময় দৈনিক ২ হাজার মানুষের মৃত্যু হচ্ছিল এখানে। সেই ঘটনায় সরাসরি চিনকে দায়ী করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এই ভাইরাসকে ‘চিনা ভাইরাস’ (Chinese virus) বলে মন্তব্য করেন তিনি। যদিও দীর্ঘ তদন্তের পরও স্পষ্ট উত্তর আসেনি এই ভাইরাস ল্যাবে তৈরি নাকি প্রাকৃতিক। এখন অবশ্য দাবি করা হচ্ছে বিশেষ কিছু উদ্দেশ্য নিয়েই তা তৈরী করেছিল চিন।

{ads}

News Breaking News Donald Trump Covid 19 Chinese virus সংবাদ

Last Updated :