শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ (Nawaz Sharif) যেমন পাকিস্তানকে জানেন, তেমনই জানেন ভারতের শক্তিকে। তাই তিনি ভাইকে পরামর্শ দিয়েছেন, এই মুহূর্তে ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়া বোকামো হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ট্রিবিউন’-এর রিপোর্ট অনুযায়ী, বরিবার পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সঙ্গে দেখা করে এমনই পরামর্শ দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
{link}
পাশাপাশি বর্তমানে ভারত বিরোধী যে কোনও মন্তব্য করা থেকেও বিরত থাকার পরামর্শ দেন তিনি। এই বৈঠকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠেছে দাদা ভাইকে এমন পরামর্শ কেন দিলেন? এটা স্পষ্ট যে এই মুহূর্তে পাকিস্তানের আভ্যন্তরিন অবস্থা খুবই জটিল। তার মধ্যে ধারে ও ভারে ভারত অনেকটাই এগিয়ে। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমান পরিস্থিতিতে দু’দেশের সীমান্তে একপ্রকার যুদ্ধের পরিস্থিতি দেখা গিয়েছে। শিমলা চুক্তি স্থগিত করার পর সীমান্তে টানা চারদিন গোলাগুলি চালিয়েছে পাক সেনা। এদিকে পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নিয়েছে এনআইএ।
{link}
তারাও পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন দিক খতিয়ে দেখেছে। এদিকে সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা বিশ্বকে পাশে পেতে যাবতীয় তৎপরতা শুরু করেছে ভারত। ইতিমধ্যে ট্রাম্প ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পহেলগাঁওয়ের ঘটনার পর সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। এরপরই পাকিস্তানের তরফেও একাধিক পদক্ষেপের কথা জানানো হয়। যার মধ্যে রয়েছে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ, শিমলা শান্তিচুক্তি বাতিল-সহ আরও বেশ কিছু সিদ্ধান্ত। সূত্রের খবর, এই সব বিষয় নিয়ে নওয়াজ শরিফকে যাবতীয় ব্যাখ্যা দেন শাহবাজ। আর এসব সিদ্ধান্ত যে পাকিস্তানের বিপক্ষেই যেতে পারে বলে সাবধান করেন নওয়াজ।
{ads}