শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) অন্তরবর্তী সরকারের প্রধান ইউনুসের (Muhammad Yunus) এই বক্তব্যকে অনেকে হয়তো ইউনুসের স্পর্ধা বলে মনে করছেন। কিন্তু বাস্তবে তা নয়। তবে এটা ১০০ শতাংশ ঠিক যে এই মুহূর্তে ইউনুসের পরামর্শদাতা দু'জন - পাকিস্তান ও চিন। হাসিনার শাসনকালে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) যতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, ইউনূস জমানায় ততটাই তিক্ত হচ্ছে দিনে দিনে।
{link}
এবার ইউনূস নিজেই এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করলেন। পাশাপাশি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “ভারত- বাংলাদেশের সম্পর্ক যথাসম্ভব মজবুত হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়।” তিনি হয়তো বলতে চেয়েছেন, যেহেতু বাংলাদেশের তিন দিকে ভারত তাই ভারতের মানচিত্র আঁকতে গেল স্বাভাবিকভাবেই চলে আসবে বাংলাদেশ।
{link}
বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা যারা অস্বীকার করবে তারা -'অকৃতজ্ঞ' - একথা বলাই চলে। সেই বাংলাদেশই আজ কার্যত ভারতের শত্রু। পায়ে পা লাগিয়ে ঝামেলা বাধাচ্ছে অনবরত। কলকাতা, ত্রিপুরা, সেভেন সিস্টার্স দখল করার ফাঁকা হুমকি দিচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশের নতুন সরকার লাগাতার কর বাড়িয়ে চলছে। সম্প্রতিই চাপিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত ভ্যাটের বোঝা। সব নিয়ে দেশের অভ্যন্তরে বেড়ে চলেছে সরকার বিরোধী ক্ষোভ।
{ads}