header banner

JD Vance : ভারত-পাক সংঘাতে স্পষ্ট বার্তা জেডি ভ্যান্সের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত ও পাকিস্তানের যুদ্ধে আমেরিকার কি ভূমিকা - তার দিকে তাকিয়ে বিশ্ব। এই পরিস্থিতিতেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করলো তাঁদের অবস্থান। ভারত-পাকিস্তান সংঘাতে সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না আমেরিকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) এমনটাই জানিয়েছেন।

{link}

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”এটা আমেরিকার কোনও বিষয় নয়।” জেডি আরও বলছেন, ”আমরা যেটা করতে পারি সেটা হল ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করা। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই। আমরা ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে। পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি।” তিনি আশাপ্রকাশ করেন, এই সংঘাত কোনও বড় আঞ্চলিক যুদ্ধের আকার নেবে না।

{link}

পরমাণু যুদ্ধের মতো কিছু ঘটবে না তাতে যে তিনি নিশ্চিত, সেকথাও বলেন জেডি। প্রসঙ্গত, এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক মহলের সঙ্গে বিশেষ আলোচনায় বসেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর সঙ্গে কথা হয়েছে যাঁদের মধ্যে রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। পরে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লেখেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধে পাশে থাকতে চায় আমেরিকা। এটা যথেষ্ট প্রশংসনীয়। সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সঠিক নিশানায় পরিমিতভাবে পদক্ষেপ করছে ভারত। যে কোনও হামলা হলে আমরা তার কঠোর জবাব দেব।’ 

{ads}

News Breaking News JD Vance সংবাদ

Last Updated :