শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সম্প্রতি দেখা গেল মায়ানমারে (Myanmar) ভূমিকম্পে(Earthquake) বিধ্বস্ত অবস্থা। ঠিক মায়ানমারে ভূমিকম্পের ৭ দিন পার হতে না হতেই আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান (Japan)। যদিও আগে থেকেই আশঙ্কা ছিল বলেই জানিয়েছে জাপান সরকার।
{link}
ভারতীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যে ৭টা বেজে ৩৪ মিনিটে কম্পন অনুভূত হয় জাপানে। জাপানের কিউসু থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সর্তকতা জারি করা হয়নি সুনামির। জাপানের ন্যাশনাল সেন্টার ফর সেলসমোলজি (NCS) জানিয়েছে ভূ-গর্ভের ৩০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস স্থল।
{link}
তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনাও অপেক্ষাকৃত কম। জাপান সরকার আশঙ্কা প্রকাশ করে জানায়, ৯.১ তীব্র তীব্রতায় কেঁপে উঠতে পারে জাপান। তাতে নয় নয় করে প্রায় ৩ লক্ষ মানুষের প্রাণহানি হতে পারে। সাধারণ ভূমিকম্প নয়, 'Megaquake' জাপানে আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।
{ads}