header banner

Justin Trudeau: অবশেষে মাথা নত করলেন জাস্টিন ট্রুডো

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  এবার হয়তো কিছুটা পিছন দিকে ফিরে যেতে চাইছেন কানাডা সরকার। এর আগে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের অভিযোগে বার বার করেই ভারতের দিকে আঙুল তুলেছিলেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। কিন্তু এবার তিনি সেই অভিযোগ থেকে সরে আসলেন। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ছক জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (MODI)! গতকাল বিস্ফোরক দাবি করেছিল কানাডার এক সংবাদমাধ্যম।

{link}

তবে সেই রিপোর্ট খারিজ করে দিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। তাদের তরফে বলা হয়, মোদি বা ভারত সরকারের কোনও উচ্চপদস্থ প্রতিনিধির সঙ্গে নিজ্জর খুনের যোগ নেই। ফলে অনেকটা হলেও স্বস্তিতে ভারত। বুধবার কানাডার এক সংবাদমাধ্যম দাবি করে, নিজ্জরকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এর পর তা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। সঙ্গে সঙ্গে ভারত তার তীব্র প্রতিবাদ করে। এবার মুখ খুলতে বাধ্য হলেন কানাডার প্রেসিডেন্ট।

{link}

উল্লেখ্য, নিজ্জর খুনের পর থেকেই কানাডা বারবার দাবি করেছে, ভারতীয় কূটনীতিকদের ভূমিকা রয়েছে খলিস্তানি নেতার মৃত্যুর নেপথ্যে। এহেন পরিস্থিতিতে নিজ্জর খুনে প্রধানমন্ত্রীর নাম জড়নোয় স্বভাবতই ক্ষুব্ধ ভারত। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, ‘ভিত্তিহীন’ এবং ‘হাস্যকর’ দাবি করা হয়েছে কানাডার সংবাদমাধ্যমে। ভারতের বদনাম করার চেষ্টা করলে কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হবে বলে হুঁশিয়ারিও দেয় ভারতীয় বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার কানাডা সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “প্রধানমন্ত্রী মোদি, বিদেশমন্ত্রী জয়শংকর বা নিরাপত্তা উপদেষ্টা ডোভালের বিরুদ্ধে কানাডার মাটিতে কোনও অপরাধমূলক কাজের প্রমাণ নেই। অভিযুক্ত হিসাবে এদের কারোওর নামও উল্লেখ করেনি কানাডার সরকার।”

{ads}

News breaking News Canada Justin Trudeau India MODI PM Amit Shah সংবাদ

Last Updated :