header banner

Pakistan : পাক গোলাগুলিতে উত্তপ্ত কাশ্মীর সীমান্ত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক এখন তলানিতে। পহেলগাঁও (Pahalgam) কাণ্ডে যে পাকিস্তানের (Pakistan) হাত আছে তা এখন পরিষ্কার। স্বাভাবিক কারণেই দুই দেশ এখন মুখোমুখি। লাগাতার ষষ্ঠ দিনেও কাশ্মীরের পাকিস্তান সীমান্ত থেকে ধেয়ে এল পাকিস্তানি সেনার গুলি।

{link}

ভারতীয় সেনা এক বিবৃতিতে জানিয়েছে,' ২০২৫ সালের ২৮-২৯ এপ্রিল রাতে, পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলি জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা প্ররোচনায় ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনাবাহিনী দ্রুত এবং আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানায়।'

{link}

এদিকে, দিল্লির নির্দেশ ছিল গত ২৪ এপ্রিল থেকে ৬ দিনের মধ্যে ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিককে বেরিয়ে যেতে হবে। সংবাদ সংস্থা এএনআইএর তথ্য বলছে, এপর্যন্ত আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে ৭৮৬ জন পাকিস্তানি দেশে ফিরে গিয়েছেন। অন্যদিকে, পাকিস্তান থেকে ১৩৭৬ ভারতীয় ফিরে এসেছেন এই সীমান্ত দিয়ে দেশে। এদিকে, প্রতিটি রাজ্যে কোথাও কোনও পাকিস্তানি থাকলে, তার খতিয়ান চলছে। শণাক্ত করা পাকিস্তানিদের। খতিয়ে দেখা হচ্ছে পরিচয়।

{ads}

 

News Breaking News Pahalgam Pakistan সংবাদ

Last Updated :